Yumthang Valley: বেড়াতে যেতে চান? পাহাড় ঘেরা এই অপরূপ উপত্যকার দরজা খুলে দিল Sikkim

করোনার আতঙ্ককে দূরে রেখে নিয়মবিধি মেনে একবার ঘুরে আসতেই পারেন!

Aug 21, 2021, 06:50 AM IST
1/8

অতিমারিতে ভ্রমণে বাধা

Travel blocks in pandemic

নিজস্ব প্রতিবেদন: অতিমারির কারণে সকলেই দীর্ঘ কয়েক মাস ঘরবন্দি। ভ্রমণ-প্রেমিদের দুঃখের শেষ নেই। কারণ, পাহাড়-সমুদ্র-জঙ্গল কোথাও যাওয়ার উপায় নেই। তৃতীয় ঢেউয়ের আশঙ্কা থাকলেও, বর্তমানে পরিস্থিতি অনেকটা আয়ত্তে। এই অবস্থায় পাহাড়-প্রেমিদের সুখবর দিল সিকিম সরকার।

2/8

খুলল Yumthang Valley-র দরজা

open Yumthang Valley in Lachung village for tourists

ভ্রমণ পিপাসুদের জন্য  ইয়ুমথাং ভ্যালির (Yumthang Valley) দরজা খুলে দিল সিকিম সরকার। বুধবার এই ঘোষণা করা হল। ফলে খুশির হাওয়া ট্রাভেলার্সদের মনে।

3/8

পাহাড় ঘেরা Yumthang Valley

Yumthang Valley in Lachung village

চারপাশে পাহাড় ঘেরা, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাচুং গ্রামে অবস্থিত ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley)। পাহাড়-প্রেমিদের কাছে অত্যন্ত পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন। 

4/8

পর্যটকশূন্য Yumthang Valley

Yumthang Valley without vistor

সারা বছরই ইয়ুমথাং ভ্যালিতে (Yumthang Valley) পর্যটকের ভিড় থাকে। কিন্তু অতিমারিতে ছবিতে বদলে গিয়েছিল। পর্যটক শূন্য় ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley) অসহায় অবস্থায় পড়ে ছিল। তবে এবার ফের স্বমহিমায় ফিরতে চলেছে ওই এলাকা।

5/8

ঘুরে আসুন বাবা মন্দির, নাথুলা পাস

Baba Mandir and Nathula open

কেবল ইয়ুমথাং ভ্যালি (Yumthang Valley) নয়, পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বাবা মন্দির (Baba Mandir), নাথুলা পাস (Nathula)।   

6/8

খোলা হতে পারে গুরুদোংমার লেক

Gurudongmar Lake may reopen

শীঘ্রই খুলে দেওয়া হতে পারে লাচেন গ্রামের কাছে গুরুদোংমার লেক (Gurudongmar Lake)। এই নিয়ে আলোচনায় বসবে সিকিম সরকার।

7/8

সিকিম ভ্রমণের কঠোর বিধি

Strict guideline for Sikkim visitor

সিকিম সরকারের তরফে জানান হয়েছে, পর্যটকদের কঠোর কোভিড বিধি মেনে চলতে হবে। নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখভাল করবে একটি নির্দিষ্ট কমিটি। আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকটি পর্যটনস্থল খুলে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।

8/8

Sikkim ভ্রমণের নিয়ম

Sikkim guideline

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে মার্চ মাস থেকে ধীরে ধীরে সিকিমের পর্যটন স্থলগুলো বন্ধ হতে থাকে। তবে জুলাই মাসে সেগুলো খুলতে শুরু করে সেখানকার সরকার। কিন্তু টিকার দুটো ডোজ এবং RTPCR নেগেটিভ রিপোর্ট ছাড়া সিকিমে প্রবেশ এখনও নিষেধ।