Telecom Tariff: দুঃসংবাদ! জিয়ো, এয়ারটেল বা ভোডাফোন! বাড়ছে সব ফোন পরিষেবারই খরচ...

Mobile Bill: বাড়ছে মোবাইলের খরচ? আপনার পকেটে রেস্ততে টান পড়তে চলেছে? 

Jun 28, 2024, 12:08 PM IST
1/5

বাড়ছে টেলিকম ট্যারিফ!

Telecom tariff hike

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুলাই ৩ থেকে নতুন আনলিমিটেড প্ল্যান আনছে রিলায়েন্স জিও। আর তারপরই ভারতী এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়া টেলিকম ট্যারিফ বাড়াতে চলেছে বলে শোনা যাচ্ছে।  

2/5

বাড়ছে টেলিকম ট্যারিফ!

Telecom tariff Hike

নতুন আনলিমিটেড প্ল্যান ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন ট্যারিফও ঘোষণা করেছে জিও। ইউজার প্রতি গড় আয় বাড়াতেই এই পদক্ষেপ নিয়েছে জিও।   

3/5

বাড়ছে টেলিকম ট্যারিফ!

Telecom tariff Hike

আর তাতেই মনে করা হচ্ছে যে, কোম্পানির ধারাবাহিক বৃদ্ধি বজায় রাখতে এই পথে হাঁটতে পারে এয়ারটেল ও ভোডাফোনও। কারণ এটা জরুরি।   

4/5

বাড়ছে টেলিকম ট্যারিফ!

Telecom tariff Hike

এর আগে ২০২১-এর ডিসেম্বরে গোটা ইন্ডাস্ট্রিতেই ২০-৪০ শতাংশ ট্যারিফ বাড়ানো হয়েছিল।  তার আগে ট্যারিফ বাড়ানো হয়েছিল ২০১৯-এর ডিসেম্বরে।   

5/5

বাড়ছে টেলিকম ট্যারিফ!

Telecom tariff Hike

তারও আগে ২০১৬-তে যখন জিও প্রথম বাজারে আত্মপ্রকাশ করল, তখন একবার বেড়েছিল ট্যারিফ। প্রতিযোগিতায় টিকে থাকতে ও কোম্পানির লভ্যাংশ বাড়াতে এখন আরেকবার 'ট্যারিফ পুনর্বীকরণ' জরুরি হয়ে পড়েছে।