Toll Plaza এ জ্যামে দিতেই হবে না Tax, নতুন নিয়ম সম্পর্কে জানেন?

May 26, 2021, 17:30 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: প্রায়শই টোলপ্লাজায় গাড়ি নিয়ে জ্যামের মুখে পড়েন? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। নতুন এক নিয়মে হাইওয়েতে টোলই দিতে হবে না আপনাকে। কী সেই নিয়ম? জানুন।

2/5

টোলপ্লাজায় (Toll Plaza) দীর্ঘক্ষণ জ্যামে আটকে থাকা সত্যিই বিরক্তিকর। কিন্তু কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী এই জ্য়াম যদি ১০০ মিটার পর্যন্ত ছাড়িয়ে যায় তবে লাইনে থাকা গাড়িগুলিকে দিতে হবে না কোনো ট্যাক্স।

3/5

নিয়ম অনুযায়ী, ১০০ মিটার পর একটি হলুদ লাইন আঁকা থাকবে। সেই লাইন পর্যন্ত জ্যাম পৌঁছে গেলে জ্যাম কাটানোর জন্য গাড়িগুলিকে ছেড়ে দেওয়া হবে। হলুদ লাইনের পরে থাকা গাড়িগুলিকে ফের দিতে হবে ট্যাক্স।

4/5

সম্প্রতি টোলপ্লাজায় গাড়ি চলাচল আরও মসৃণ করার জন্য একাধিক গাইডলাইন প্রকাশ করে NHAI বা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ইলেক্ট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থা থেকে ফাস্টট্যাগের প্রচলন করা হয়। 

5/5

প্রতি গাড়ি থেকে টোল সংগ্রহের জন্য ১০ সেকেন্ড সময় রাখা হয়। কিন্তু যান্ত্রিক ত্রুটি বা গাড়িতে ফাস্টট্যাগ না থাকার জন্য অনেক ক্ষেত্রেই জ্য়ামের মুখে পড়তে হয়। তাই নয়া নিয়ম আনল কেন্দ্র।