কয়েক মিনিটের মধ্যেই পেয়ে যান Pan Card, জেনে নিন কীভাবে?

Mar 13, 2021, 18:07 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: নতুন প্যান কার্ডের  (PAN) জন্য আর আগের মতো হাপিত্যেশ করে বসে থাকতে হবে না। অনলাইনে কয়েক মিনিটের মধ্যেই এবার হাতে আসবে প্যান কার্ড। 

2/6

১০ মিনিটেই পিডিএফের মাধ্যমে পেয়ে যাবেন প্যান কার্ড ( Permanent Account Number)।  

3/6

আয়কর দফতরের নতুন ব্যবস্থায় আধার কার্ড থাকলে সহজেই পেতে পারেন প্যান কার্ড।

4/6

প্রথমে যেতে ই-ফিলিং পোর্টালে। ক্লিক করতে হবে ‘Ínstant PAN through Aadhaar’ বিকল্পে। তারপর ক্লিক করতে হবে  ‘Get New PAN’।

5/6

আধার নম্বর দিলে চলে নথিবদ্ধ মোবাইলে নম্বরে আসবে ওটিপি। ওটিপি নিশ্চিত হওয়ার পর পিডিএফ আকারে পেয়ে যাবেন ই-প্যান কার্ড। 

6/6

৫০,০০০ টাকার বিমার প্রিমিয়াম জমা দিতে গেলে প্যান আবশ্যিক। নগদে ব্যাঙ্ক ড্রাফট ক্রয়, পে অর্ডার ও ব্যাঙ্কার চেক ৫০,০০০ টাকার উপরে হলেও লাগে প্যান।