লঞ্চ Xiaomi Mi 10i 5G, মধ্যবিত্তের জন্য় ২০ হাজারে ১০৮ মেগাপিক্সেলে দুর্ধর্ষ ফোন

Jan 05, 2021, 13:18 PM IST
1/10

নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হচ্ছে Xiaomi Mi 10i 5G। ২০২১ সালে এটিই প্রথম ফোন লঞ্চ শাওমির। প্রথমেই বলা ভাল এটি upper-mid-rangeএর ফোন। (ছবি-সেলফি ক্যামেরায় রয়েছে এমন ফিচার)

2/10

ফোনে থাকছে Snapdragon 750G চিপসেট। সঙ্গে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর। ক্যামেরায় থাকছে চার সেন্সর। 

3/10

Atlantic Blue এবং Pacific Sunrise এ পাওয়া যাবে  Xiaomi Mi 10i 5G।   

4/10

Xiaomiর ম্যানেজার ডিরেক্টর মানু কুমার জৈন বলেন,Xiaomi Mi 10i 5Gর প্রেমে পরে যাবেন নতুন প্রজন্ম। মঙ্গলবার লঞ্চ হল  Xiaomi Mi 10i 5G।

5/10

৮GB র‌্যাম থাকবে Xiaomi Mi 10i 5G ফোনে। Amazon India থেকে কিনতে পারবেন এই ফোন। Android 11 এ চলা এই ফোনে থাকছে ৬.৬৭-inch FHD+ LCD ডিসপ্লে। সঙ্গে 120Hz refresh rate, ১৬MP front camera, ৪,৮২০mAh battery। 

6/10

OnePlus Nord, Samsung Galaxy M51 এবং the Google Pixel 4A ফোনকে টেক্কা দেবে  Xiaomi Mi 10i 5G।  

7/10

ক্যামেরা ফিচারে অনেকটা উন্নত  Xiaomi Mi 10i 5G দাবি সংস্থার। 

8/10

9/10

10/10

সামনে থেকে ফোনটিকে দেখতে এমন।