করোনা অতিমারীতে যখন থমকে গিয়েছে গোটা বিশ্ব, তখন একটু একটু করে স্বাভাবিক হচ্ছে চিনের উহান প্রদেশ। দীর্ঘ তিন মাস পরে ঘরে ফিরে এল চাইনিজ সুপার লিগের ক্লাব উহান জল।
2/5
জানুয়ারিতে করোনা ভাইরাস যখন উহানে ছড়িয়ে পড়ে তখন স্পেনে ট্রেনিং ক্যাম্পে ছিল উহানের এই ফুটবল ক্লাবটি।
photos
TRENDING NOW
3/5
এরপর স্পেন ছেড়ে জার্মানিতে দীর্ঘদিন আটকে থাকার পর ১৬ মার্চ চিনের শেনঝেনে পৌঁছায় উহান জল ফুটবল দল।
4/5
সেখানেই ২১ দিন কোয়ারেন্টাইনে থাকেন দলের ফুটবলার থেকে প্রত্যেক সদস্য।
5/5
এরপর ট্রেনে করে শনিবার ফিরে আসে উহানে। ১০৪ দিন পর ঘরে ফিরে আসা ফুটবলারদের স্বাগত জানাতে হাজির হন বহু সমর্থক।