ভোটের মুখে বাড়ল পাইকারি মুদ্রাস্ফীতি, চিন্তার ভাঁজ মোদীর কপালে

Apr 15, 2019, 15:28 PM IST
1/8

WPI_1

ভোটের মুখে চিন্তা বাড়াল মোদী সরকারের। যে মুদ্রাস্ফীতির খতিয়ান তুলে ভোটের ময়দানে সুর চড়াতেন নরেন্দ্র মোদী, দ্বিতীয় দফার আগেই ঘটল ছন্দপতন।

2/8

WPI_2

বাড়ল পাইকারি মূল্যবৃদ্ধির হার। পাইকারি মূল্য সূচক ০.২৫ শতাংশ বেড়ে মার্চে দাঁড়াল ৩.১৮ শতাংশে। 

3/8

WPI_3

গত ফেব্রুয়ারিতে যা ছিল ২.৯৩ শতাংশ।

4/8

WPI_4

সোমবার প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, সব্জি এবং জ্বালানির মূল্য তুলনামূলকভাবে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। 

5/8

WPI_5

মার্চে সব্জির পাইকারি মূল্য ৬.৮২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮.১৩ শতাংশ। তবে, আলুর দাম গত ফেব্রুয়ারির ২৩.৪০ শতাংশ থেকে ১.৩০ শতাংশ কমেছে বলে জানা গিয়েছে। 

6/8

WPI_6

জ্বালানি ক্ষেত্রেও তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। মার্চে প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৫.৪১ শতাংশে।

7/8

WPI_7

খুচরোতেও মুদ্রাস্ফীতি সামান্য বৃদ্ধি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে ২.৫৭ শতাংশ বেড়ে দাঁড়াল ২.৮৬ শতাংশে। 

8/8

WPI_8

উল্লেখ্য, গত বছর মার্চে পাইকারি মুদ্রাস্ফীতি ছিল ২.৭৪ শতাংশ।