Jalpaiguri: সমাজে বাড়ছে বৃদ্ধাশ্রম! মূল্যবোধ গঠনে ফুল-চন্দনে বাবা-মাকে পুজো খুদে স্কুল পড়ুয়াদের...

আনন্দদায়ক ও‌ আবেগঘন মুহূর্তে চোখে জল চলে আসে অভিভাবকদের। সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন বাবা-মায়েরা।

Jan 25, 2024, 12:12 PM IST
1/5

বাবা-মাকে পুজো!

Worshipping Parents in Jalpaiguri School

প্রদ্যুৎ দাস: ফুল-চন্দন দিয়ে পুজো করে বাবা-মাকে খাইয়ে দিল ছোট ছোট শিশুরা। তারপরই জড়িয়ে ধরল অভিভাবকদের গলা‌। এমন‌ই আবেগঘন মুহূর্ত দেখা গেল‌ জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে‌। বাবা-মায়ের পুজোর মধ্যে দিয়ে সুশিক্ষার এই অভিনব আয়োজন করেছিল জলপাইগুড়ির পান্ডাপাড়া সারদা শিশুতীর্থ বিদ্যালয় কর্তৃপক্ষ।   

2/5

বাবা-মাকে পুজো!

Worshipping Parents in Jalpaiguri School

নিজেদের সন্তানকে নিয়ে এদিন স্কুলে আসেন বাবা-মায়েরা। এরপর নির্দিষ্ট সময়ে শুরু হয় অনুষ্ঠান। স্কুলের মাঠে পাতা ছোট ছোট চেবিলে বসেন বাবা-মায়েরা। সেখানেই তাঁদের পায়ে ফুল-চন্দন দিয়ে পুজো করে তাঁদের ছোট ছোট ছেলেমেয়েরা।  

3/5

বাবা-মাকে পুজো!

Worshipping Parents in Jalpaiguri School

পুজো শেষে শিশুরা বাবা-মাকে মিষ্টিমুখ করায়। বাবা-মায়েরাও তাঁদের সন্তানকে পরম স্নেহে মিষ্টি খাইয়ে দেয়। এই আনন্দদায়ক ও‌ আবেগঘন মুহূর্তে চোখে জল চলে আসে অভিভাবকদের। সন্তানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলতে দেখা যায় অভিভাবকদের।   

4/5

বাবা-মাকে পুজো!

Worshipping Parents in Jalpaiguri School

স্কুলের প্রিন্সিপাল তপতি মিত্র বোস বলেন, বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি মানুষ তাদের নৈতিকতা হারিয়ে ফেলছে। সন্তানরাও তাদের মূল্যবোধ হারিয়ে ফেলছে। সন্তানরা যদি তার বাবা-মাকে শ্রদ্ধা-ভক্তি না করে, তবে তার পরিণতি খুব ভালো দিকে‌ এগোয়‌ না।   

5/5

বাবা-মাকে পুজো!

Worshipping Parents in Jalpaiguri School

তিনি বলেন, এজন্যই আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়ছে। তাই এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুরা খুব ছোট থেকেই বাবা‌-মায়েদের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সেই সুশিক্ষার আয়োজন করা হয়েছিল।