ভারতেই বিশ্বের বৃহত্তম কোয়ারেন্টিন সেন্টার, ২২টি ফুটবল মাঠের সমান

Jun 23, 2020, 14:03 PM IST
1/5

মোট ১০ হাজার শয্যা। ১২,৫০,০০০ স্কোয়ার ফিট। অর্থাত্ ২২টি ফুটবল মাঠের সমান। হ্যাঁ, এটাই দক্ষিণ দিল্লিতে বিশ্বের বৃহত্তম করোনাভাইরাস কোয়ারেন্টিন সেন্টারের বিষয়ে কিছু তথ্য। 

2/5

আনলকের পরেও দিল্লিতে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসের সংখ্যা। সেদিকে নজর রেখেই রাধাস্বামী আধ্মাত্বিক কেন্দ্রকে বিশাল করোনা কোয়ারেন্টিন সেন্টারে বদলে ফেলা হয়েছে। তদারকি করেছেন খোদ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বিশ্বের বৃহত্তম কোয়ারেন্টিন সেন্টারের বিদ্যুতের ব্যবস্থা শুনলেও চোখ কপালে উঠবে।

3/5

মোট ২০টি ১,০০০ কিলোওয়াটের ট্রান্সফর্মারের মাধ্যমে কোয়ারেন্টিন সেন্টারে বিদ্যুত্ সরবরাহর ব্যবস্থা রয়েছে। আন্ডারগ্রাউন্ড তারের মোট দৈর্ঘ্য ২২ কিলোমিটারেরও বেশি।

4/5

মাত্র ১৫ দিনের মধ্যে বিএসইএস রাজধানী পাওয়ার লিমিটেডকে কোয়ারেন্টিন সেন্টারটির বিপুল বিদ্যুত্ সরবরাহের পরিকাঠামো গড়ে তুলতে হয়েছে।

5/5

কিন্তু কোনও কারণে এত বড় কোয়ারেন্টিন সেন্টারে বিদ্যুত্ সরবরাহের সমস্যা দেখা দিলে? বাইরে থেকে কেউ তো হঠাত্ কোয়ারেন্টিন সেন্টারে প্রবেশ করা নিরাপদ নয়! সে কথা মাথায় রেখে কোয়ারেন্টিন সেন্টার চত্বরেই সর্বক্ষণের জন্য থাকবে বিদ্যুত্ সরবরাহকারী সংস্থার বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারসহ বিশেষ টিমও।