এবার মোদীর রাজ্যে তৈরি হচ্ছে বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম

| Jan 09, 2019, 13:50 PM IST
1/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

১৯৮৭ সালে এই স্টেডিয়ামেই ইমরান খানের পাকিস্তানর বিরুদ্ধে দশ হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন সুনীল গাভাসকর। টেস্ট ক্রিকেটে সচিন তেণ্ডুলকরের ডাবল সেঞ্চুরির ইনিংস এই স্টেডিয়ামই। ইতিহাসে মোড়া সেই স্টেডিয়াম এবার আরও এক রেকর্ড গড়ার পথে। 

2/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

আমেদাবাদের মোতেরা স্টেডিয়ামই হবে এবার থেকে বিশ্বের সব থেকে বড় স্টেডিয়াম। একেবারে নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে মোতেরা স্টেডিয়াম। 

3/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

কাজ শুরু হয়েছে। তবে স্টেডিয়াম নতুন করে গঠনের কাজ এখনওও অনেকটা বাকি। সম্পূর্ণ কাজ শেষ হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। তবে কাজ চলছে পুরোদমে। 

4/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

আকারে অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামের থেকেও বড় হবে মোতেরা। জানিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। 

5/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

৯৮২ সালে তৈরি হয়েছিল মোতেরা স্টেডিয়াম। ১৯৮৩ সালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজ বনাম কপিল দেবের ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয় মোতেরায়। উল্লেখ্য, সেই ম্যাচে প্রবল শক্তিশালী উইন্ডিজের কাছে হারতে হয়েছিল ভারতকে। তবে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন কপিল দেব। এক ইনিংসে নয়টি উইকেট পেয়েছিলেন তিনি। 

6/6

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

বিশ্বের সবচেয়ে বড স্টেডিয়াম মোতেরা

মোতেরায় দর্শকাসন সংখ্যা ছিল ৪৯ হাজার। সেটা বেড়ে ঠিক কত দাঁড়াবে তা নিয়ে পাকাপাকি কিছু জানানো হয়নি। মেলবোর্নে যেমন ৯০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন।