বিশ্ব ব্যাঘ্র দিবস: পৃথিবীর প্রতি ১০টা বাঘের মধ্যে ক'টি ভারতের জানেন?

Jul 29, 2020, 12:48 PM IST
1/5

বিশ্বের মোট বাঘের ৭০ শতাংশই ভারতের বিভিন্ন জঙ্গলের বাসিন্দা। বিশ্ব ব্যাঘ্র দিবসে এমনই তথ্য শেয়ার করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর। চতূর্থতম বিশ্ব ব্যাঘ্র গণনা -২০১৮-র বিভিন্ন তথ্য জানালেন তিনি।

2/5

১৯৭৩ সালে দেশে মাত্র ৯টি ব্যাঘ্র প্রকল্প ছিল। এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫০-এ।  জঙ্গলের ভারসাম্য বজায় রাখতে বাঘের গুরুত্ব অপরিসীম। খুব সহজ করে বললে, বাঘ না থাকলে হরিণ ও অন্যান্য তৃণভোজীদের সংখ্যা মাত্রারিতিক্ত হারে বেড়ে যেত। আর তার ফলে তাদের খাদ্যাভাব হত। তার ফলে জঙ্গল ছেড়ে লোকালয়ে কৃষিক্ষেতে হানা দিত তৃণভোজী বন্য প্রাণীরা।

3/5

 বিশ্বের মোট অরণ্যের ২.৪ শতাংশ ভারতে রয়েছে। কিন্তু বিশ্বের জীববৈচিত্রের প্রায় ৮ শতাংশ রয়েছে আমাদের দেশেই। বিশ্বের ১৩টি দেশে বাঘ দেখা যায়। তার মধ্যে ভারতেই ৭০ শতাংশ। অর্থাত সমগ্র বিশ্বে প্রতি ১০টি বাঘের মধ্যে গড়ে ৭টি বাঘ ভারতের।

4/5

চোরাশিকার দমনে কড়া মনোভাব, আন্তর্জাতিক মহলে ক্রমাগত প্রচারে ফলে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি একটু হলেও কার্যকরী হয়েছে। তবে, একইসঙ্গে বিভিন্ন প্রত্যন্ত্য অঞ্চলে মানুষ-বাঘ সংঘাত ও তার ফলে দুই পক্ষের প্রাণহানি রুখতে এখনও অনেক এগোনো বাকি রয়েছে।  

5/5

২০১৯ সালে এই দিনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে ২০২২ সালের মধ্যে দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে এগোবে ভারত।