1/5
Samsung Galaxy M31 : ১৬,৪৯৯ টাকা অন্যান্য স্পেসিফিকেশনগুলি তো বটেই, Samsung Galaxy M31-এর ক্যামেরা স্যামসাঙ-এর লো-মিড রেঞ্জ স্মার্টফোনগুলির মধ্যে সেরা। ওয়াইড অ্যাঙ্গেল থেকে ম্যাক্রো, সবেতেই ভাল পারফরম্যান্স। কম আলোতেও ছলি মন্দ নয়, তবে স্বাভাবিকভাবেই ডিটেল কিছুটা কমে। তবে, এই বাজেটে স্যামসাঙ-এর ফোন যদি নিতে চান, লিস্টে এটা রাখতেই পারেন। আর হ্যাঁ, ৬,০০০ mAh ব্যাটারি। ৬৪+৮+৫+৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
2/5
Xiaomi POCO X2 : ১৭,৪৯৯ POCO সিরিজের ফোনগুলির ক্যামেরা নিয়ে এমনিতেই বেশ ফ্যাসিনেশান রয়েছে ক্রেতাদের মধ্যে। শুধু ক্যামেরার হার্ডওয়্যার নয়, উন্নত মানের সফটওয়্যারের দৌলতে আরও ঝকঝকে হয় এই সিরিজের ফোনের ছবি। এটিও তার ব্যাতিক্রম নয়। তবে, ব্যবহারকারীদের অনেকেরই দাবি, এর ক্যামেরা অ্যাপে ছবি মাঝে মাঝে ওভারপ্রসেসড হয়ে যায়, যার ফলে স্যাচুরেশান আর কনট্রাসট অস্বাভাবিক লাগে। তবে সেক্ষেত্রে অন্য ক্যামেরা অ্যাপও ইনস্টল করে ব্যবহার করা যেতে পারে। ৬৪+৮+২+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ২০+২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
photos
TRENDING NOW
3/5
Motorola One Fusion Plus : ১৭,৪৯৯ টাকা মোটোরোলার ফোনের ক্যামেরা নিয়েও ব্যবহারকারীদের মধ্যে পজিটিভ ফিডব্যাক পাওয়া যায়। ইদানিং মোটোরোলার ফিনিশ নিয়ে কেউ কেউ সমালোচনা করছিলেন। তবে সেদিকেও নজর দিয়েছে সংস্থা। আর তার ফল Motorola One Fusion Plus। অন্যান্য স্পেসিফিকেশান তো বটেই ক্যামেরা যথেষ্ট ভাল। কম আলোয় একটু গ্রেইন আসতে পারে। ক্যামেরার সফটওয়্যার সাধারণ হলেও কার্যকরী। ৬৪+৮+৫+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
4/5
5/5
photos