রাম মন্দিরে থাকবে ৫০০ বছরের লড়াইয়ের ইতিহাস, চারটি প্রবেশদ্বার
Aug 19, 2020, 14:59 PM IST
1/5
রাম মন্দিরে প্রবেশ করলেই ভক্তরা যেন ত্রেতাযুগের অস্তিত্বের অনুভূতি পান। এমনটাই চেয়েছিল রাম মন্দিরের ট্রাস্ট। আর তাই রাম মন্দির নির্মাণে ত্রেতা যুগের বিভিন্ন দিক তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে।
2/5
মন্দিরে চারটি প্রবেশদ্বার থাকবে। তার মধ্যে দুটি হবে আপতকালীন। মন্দিরে রামকুঞ্জ ও রাম মিউজিয়াম নির্মাণ করা হবে। সেখানে ত্রেতা যুগের বিভিন্ন কথা তুলে ধরা হবে।
photos
TRENDING NOW
3/5
নিকটবর্তী হাইওয়ে থেকে একটি করিডর করা হবে মন্দির পর্যন্ত। সেই করিডর দিয়ে ভক্তরা সোজা মন্দিরে পৌঁছতে পারবেন।
4/5
রামকুঞ্জে রামের ১২৫টি মূর্তি স্থাপন করা হবে। সেই মূর্তিগুলি রামায়ণের বিভিন্ন সময়ের কথা তুলে ধরবে। এছাড়া মন্দিরটিকে বিশ্বের সেরা তীর্থক্ষেত্র করার পরিকল্পনা হয়েছে।
5/5
রাম মন্দিরের মিউজিয়ামে ৫০০ বছরের লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হবে। এছাড়া রাম মন্দির আন্দোলনের বিভিন্ন দিকও তুলে ধরা হবে সেখানে।