1/7
মহাসমুদ্র হল এ গ্রহের এক বিস্ময়। অপার সুনীল জলসম্পদ। যেখানে লুকিয়ে আছে কত রহস্য। সেই মহাসমুদ্রকে মনে করার দিন আজ। আজ, ৮ জুন 'বিশ্ব মহাসাগর দিবস' (World Oceans Day)। ১৯৯২ সালে প্রথম উদযাপিত হয় এই দিনটি। সেই বছর ব্রাজিলের রিও ডি জেনেরো-তে সংঘটিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক (UNCED) সম্মেলনে আন্তর্জাতিক মহাসাগর দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০৮ সালে জাতিসংঘ এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।
2/7
photos
TRENDING NOW
3/7
4/7
5/7
6/7
পৃথিবীর মোট ৭০ শতাংশেরও বেশি অংশ জুড়ে রয়েছে মহাসাগর। নীল সমুদ্রের অতল গভীরে কী আছে? মহাসমুদ্র আমাদের প্রতি পদে আশ্চর্য করে। যেমন, আমরা বিস্মিত হই জেনে যে, পৃথিবীর প্রায় ৯৪ শতাংশ প্রাণী প্রজাতি বাস করে সমুদ্রের নীচে! ওয়ার্ল্ড রেজিস্টার অফ মেরিন স্পিসিসের মতে, এখনও পর্যন্ত সমুদ্রের প্রায় আড়াই লাখ প্রজাতি আবিষ্কৃত হয়েছে। আমরা আরও আশ্চর্য হই যখনন জানতে পারি, পৃথিবীর বৃহত্তম পর্বতমালা রয়েছে সমুদ্রের নীচে! মধ্য-মহাসাগরীয় শৈলশিরা (Mid-Ocean Ridge),যা প্রায় ৬৫,০০০ কিলোমিটারের মতো দীর্ঘ, তা তো জলের নীচেই!
7/7
photos