এবার বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রাণ কেড়ে নিল করোনাভাইরাস

Apr 17, 2020, 18:19 PM IST
1/5

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল লিডস ইউনাইটেড কিংবদন্তি নরমান হান্টারের। ৭৬ বছর বয়স হয়েছিল তাঁর।

2/5

করোনা টেস্টে পজিটিভ হওয়ার পর ১০ এপ্রিল তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি।

3/5

১৯৬৬ বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন হান্টার। ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ২৮টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন দুটি। 

4/5

কেরিয়ারের প্রথম ১৪ বছরে লিডসের জার্সিতে ৭২৬ ম্যাচ খেলেছেন হান্টার। জিতেছেন দুটি লিগ শিরোপা। 

5/5

নরম্যানের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে লিডস। ২০ বছরের কেরিয়ারে লিডস ছাড়াও বার্নসলে ও ব্রিস্টন সিটির হয়ে খেলেছেন তিনি।