বাজপেয়ীর স্মরণসভায় আসতে চেয়েছিলেন রাহুল! কেন এলেন না, জানেন?

| Aug 20, 2018, 18:38 PM IST
1/12

গত ১৬ অগাস্ট (২০১৮) ৯৩ বছর বয়সে মৃত্যু হয় দেশের প্রথম অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর। আজ (সোমবার) হরিদ্বারে তাঁর অস্থি বিসর্জন করেছেন পালিত কন্যা নমিতা ভট্টাচার্য। 

2/12

আজই ভারতরত্ন তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণে দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে একটি সর্বদলীয় সভার আয়োজন করা হয়েছে। সেখানে বিজেপি ছাড়াও সামিল হয়েছেন দেশের বিজেপি বিরোধী দলের নেতা-সহ শরিক দগুলোর নেতা মন্ত্রীরাও।  

3/12

এই সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, তাঁর বক্তব্য দিয়েই শুরু হয় এই সভা। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরই বাজপেয়ীর স্মরণে বক্তব্য রাখেন ৬৫ বছরের বন্ধু লালকৃষ্ণ আডবাণী।

4/12

এরপর সভায় অটল স্মৃতির কথা জানান আরএসএস প্রধান মোহন ভগবত্-ও। তারপরই বক্তব্য রাখেন ‘অটলজি-র লোকসভা’ লখনউ কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ তথা স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং।   

5/12

কংগ্রেসের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর স্মরণ সভায় বলতে ওঠেন, কাশ্মীরি নেতা গুলাম নবি আজাদ।

6/12

প্রসঙ্গত, আজ এই সভায় উপস্থিত থাকার কথা ছিল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর। তবে তিনি আসতে পারেননি।

7/12

আয়োজকদের তরফে জানানো হয়ে, আজই দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় রাজীব গান্ধীর জন্মদিন, সেই কারণেই বাজপেয়ীর স্মরণ সভায় নিজেকে সামিল করতে পারেননি রাহুল গান্ধী। 

8/12

প্রসঙ্গত, পিতা রাজীব গান্ধীর জন্মজয়ন্তীতে আজ তাঁর স্মৃতিস্তম্ভে গিয়ে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছেন কংগ্রেস সভাপতি।

9/12

১৯৪৪ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন ফিরোজ ও ইন্দিরা পুত্র রাজীব। পরবর্তীতে এই গান্ধী পরিবারের ছেলেই ভারতের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী হন।

10/12

১৯৯১ সালে একটি জনসভাতে নাশকতায় খুন হন রাজীব গান্ধী। 

11/12

প্রসঙ্গত, এ দিন সাংসদ (রাজ্যসভা) গুলাম নবি আজাদ অটলজি স্মরণে বললেন, “যত দিন তিনি বেঁচে ছিলেন, সব সময় ‘সব কা সাথ, সব কা বিকাশের কথা বলে গেছেন। এমন অনেক কম মানুষ আছেন যাঁরা মানুষে মানুষে দূরত্ব কমিয়ে দিতে পারেন, অটলজি-ও তেমনই ব্যক্তিত্ব ছিলেন। আজ মরে গিয়েও তিনি আমাদের সবাইকে এক করে দিয়ে গেলেন”।

12/12

লোকজন শক্তি দলের নেতা রাম বিলাস পাসওয়ান বাজপেয়ীর স্মরণ সভায় বলেন, “অটলজি-র বক্তৃতা মনমুগ্ধকর ছিল। নেতার মন বড় হলেই দল বড় হয়। ওনার মধ্যেও আমি এই গুণ দেখেছি।