EXPLAINED | Mayank Yadav: কেন ১৫০-১৬০ kmph বেগে ছুটবে না এক্সপ্রেস? রইল ময়াঙ্কের ময়না তদন্তের রিপোর্ট
Why Mayank Yadav Did Not Bowl Between 150-160 kmph Against Bangladesh: ময়াঙ্ক যাদব কেন বাংলাদেশের বিরুদ্ধে ১৫০-১৬০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বল করতে পারেননি? তাহলে কি ছুটবে না এক্সপ্রেস?
1/6
ময়াঙ্ক যাদব
দু'ম্যাচের টেস্ট সিরিজের পাট চুকিয়ে ভারত-বাংলাদেশ এখন তিন ম্যাচের টি-২০ সিরিজে ব্য়স্ত। রবিবার গোয়ালিয়রে নতুন ভাবে উন্মোচিত শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে একপেশে খেলে ভারত প্রথম টি-২০ জিতে নিয়েছে ৭ উইকেটে। এই সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিলেন এক্সপ্রেস পেসার নজরে রয়েছেন ময়াঙ্ক যাদব। এই প্রথমবার তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন।
2/6
কেন চর্চায় ছিলেন ময়াঙ্ক যাদব?
ময়াঙ্ক যাদবের যেমন হাতে গতি, তেমন মাপা লাইন-লেন্থ। চলতি বছর আইপিএলে সেনসেশন ছিলেন বছর বাইশের দিল্লির পেসার। কখনও প্রতি ঘণ্টায় বল করেছেন ১৫৫.৮ কিমি বেগে, কখনও তা বেড়ে হয়েছে ১৫৬.৭! ধারাবাহিক ভাবে দেড়শোর গতিতে বল করছেন তিনি। লখনউ সুপার জায়ান্টসের শুরুর দিকের ম্য়াচ যাঁরা দেখেছেন তাঁরা এই আগুনে পেসারে মোহিত হয়েছিলেন। কিন্ত ময়াঙ্ক চোটের জন্য়ই আইপিএলের মাঝপথে ছিটকে গিয়েছিলেন। তবে ময়াঙ্ক এবার ফিট।
photos
TRENDING NOW
3/6
ময়াঙ্কের অভিষেক ম্য়াচ কেমন গেল?
ময়াঙ্ক ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। প্রথম ওভার দিয়েছিলেন মেডেন। দ্বিতীয় ওভারেই পেয়ে যান উইকেট। মাহমুদুল্লাহকে লেন্থ বল করেছিলেন ময়াঙ্ক। বাংলাদেশি ব্য়াটার তুলে মারতে গিয়ে ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্য়াচ তুলে দেন। তবে যে গতির কারণে তাঁর এত নাম ডাক হয়েছে, সেই গতির কিন্তু ঝলক দেখা যায়নি। একবারও ময়াঙ্ক ১৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করতে পারেননি।
4/6
ময়াঙ্ক কেন পারলেন না গতির ঝড় তুলতে?
ময়াঙ্কের ময়না তদন্তের রিপোর্ট দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও অধুনা ধারাভাষ্য়কার আকাশ চোপড়া। আকাশ তাঁর ইউটিউব চ্য়ানেলে বলেন, 'দেখুন ময়াঙ্ক গতিমান যাদব প্রথম ওভার মেডেন করল। ও কিন্তু চার মাস ক্রিকেট খেলেননি। চোট সারিয়ে ফিরছে। ও রীতিমতো নার্ভাসও ছিল। তবে শুরুটা ভালোই করেছিল। সোজা লাইনে বল করার চেষ্টা করেছে। ও ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার বেগে বল করার চেষ্টা করেনি। কারণ নিজের শরীরের উপরেই বেশি ফোকাসড ছিল। নিজেকে ও বলেছিল পুশ করব না, কারণ আমি চোট সারিয়ে ফিরেছি। তবে এই বোলারের যে গতি আছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।'
5/6
ময়াঙ্ক কি এক্সপ্রেস গতিতে বল করতে আদৌ পারবেন?
6/6
ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি২০আই
photos