ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে কেন জায়গা পেলেন না সুনীল নারিন? জানা গেল আসল কারণ

| Apr 25, 2019, 14:31 PM IST
1/5

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আন্দ্রে রাসেল সুযোগ পেয়েছেন। ক্রিস গেইলও। কিন্তু আইপিএলের আরেক তারকা সুনীল নারিন দলে নেই। 

2/5

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

আইপিএলে তিনি মিসট্রি স্পিনার হিসাবে খ্যাত। তাঁকে সামলাতে বিপক্ষ ব্যাটসম্যানদের হিমশিম খেতে হয়। কলকাতা টিম ম্যানেজমেন্ট আবার তাঁকে মারকুটে ওপেনার হিসাবেও ব্যবহার করে। এমন অলরাউন্ডার কেন দলের বাইরে?

3/5

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন তিনি ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে সুযোগ পেলেন না। নিজেই কারণ জানালেন নারিন। বললেন, শুনলাম, নির্বাচকরা আমাকে নিয়ে আলোচনা করেছিলেন। তবে আমি দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। তার পরও নির্বাচকরা আমাকে দলে রাখতে চেয়েছিলেন। অর্থাত্ তাঁরা আমার উপর এখনও বিশ্বাস হারাননি। এটা আমার জন্য ভাল খবর। 

4/5

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

নারিন আরও বললেন, আমার আঙুলে চোট রয়েছে। আর এই চোটটা নিয়ে আমি দীর্ঘদিন ভুগছি। এখনও আমি একদিনের ক্রিকেটে বোলিং করার মতো জায়গায় নেই। টি-২০ ক্রিকেট চার ওভার বল করতে হয়। সেটা করতে গিয়েও আমাকে সমস্যায় পড়তে হচ্ছে। ফিজিওয় সাহায্য নিতে হয়। 

5/5

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

কেন জাতীয় দলে সুযোগ পান না নারিন?

দেশের হয়ে খেলার জন্য এখনও মুখিয়ে রয়েছেন নারিন। বললেন, দেশের জন্য একটা সময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। চোটের কারণে খেলতে পারছি না। বিশ্বকাপে খেলার থেকে বড় কিছু হতে পারে না। আমার মন পড়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজে।