ভ্যাকসিন কারা পাবেন আগে? স্পষ্ট হল মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর বৈঠকে

Nov 25, 2020, 17:40 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: করোনা প্রভাবিত ৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়াল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকেই প্রধানমন্ত্রী জানান, ভ্যাকসিন আসার পর যত তাড়াতাড়ি সম্ভব বণ্টনের পরিকল্পনা তৈরি করা হচ্ছে। মুখ্যমন্ত্রীরা অবহিত করেন, রাজ্যে হিমঘর তৈরি রাখা হচ্ছে। অগ্রাধিকার কাদের দেওয়া হবে, তাও সনাক্তকরণ চলছে।

2/5

কিন্তু কীভাবে টিকা দেওয়া হবে? বিরাট জনসংখ্যার দেশে অগ্রাধিকার দেওয়া হবে, কীসের ভিত্তিতে? তা বৈঠকে স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। 

3/5

মুখ্যমন্ত্রীদের রাজেশ ভূষণ জানান, প্রথম ধাপে স্বাস্থ্য কর্মীদের দেওয়া হবে। তার পর পুলিস ও সাফাই কর্মীরা টিকা পাবেন। 

4/5

তারপর ৫০ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের টিকাকরণ। তার পরের ধাপে এমন ব্যক্তিরা পাবেন, যাঁরা কোনও জটিল রোগে আক্রান্ত। 

5/5

মুখ্যমন্ত্রীদের তথ্য-ব্যাঙ্ক তৈরির পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব। ওই তথ্যব্যাঙ্কের ভিত্তিতেই তৈরি হবে তালিকা।