Most Runs In 2021: Tests, ODIs এবং T20I ফরম্যাটে ব্যাট শাসন করলেন যাঁরা

| Dec 31, 2021, 17:48 PM IST
1/14

Tests, ODIs এবং T20I ফরম্যাটে ব্যাট শাসন করলেন যাঁরা

Most Runs In 2021

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখতে আরও একটা ক্যালেন্ডার বর্ষ শেষ। বাইশ গজেও দাপট চালিয়েছে করোনা। তবুও টেস্ট, ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটের তিন ফরম্যাটেই একাধিক ক্রিকেটার ব্যাট হাতে শাসন করেছেন। টেস্টে ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root) সবচেয়ে বেশি রান করেছেন। ওয়ানডে ফরম্যাটে আয়ারল্যান্ডের পল স্টারলিংয়ের (Paul Stirling) ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ রান। টি-২০ ফর্ম্যাটে রাজত্ব করেছেন বাবর আজম (Babar Azam)।

2/14

মহম্মদ রিজওয়ান ও বাবর আজম

Mohammad Rizwan and Babar Azam

সব ফরম্য়াট মিলিয়ে সবচেয়ে বেশি রান করেছেন পাক ওপেনার ও দলের উইকেটকিপার রিজওয়ান। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯১৫ রান। গড় ৫৬.৩২। এরপরেই রুট। তিনি ১৮৫৫ রান করেছেন ৬৬.২৫ এর গড়ে। তিনে রিজওয়ানের পার্টনার বাবর। ১৭৬০ রান করেছেন ৪০.৯৩-এর গড়ে।  

3/14

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

Top run-scorers in Tests this year

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

4/14

জো রুট

Joe Root

জো রুট (১৭০৮ রান, গড় ৬১.০০)  

5/14

রোহিত শর্মা

Rohit Sharma

রোহিত শর্মা (৯০৬ রান, গড় ৪৭.৬৮)

6/14

দিমুথ করুণারত্নে

Dimuth Karunaratne

দিমুথ করুণারত্নে (৯০২ রান, গড় ৬৯.৩৮)

7/14

আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

Top run-scorers in ODIs this year

আন্তর্জাতিক ৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

8/14

পল স্টারলিং (৭০৫ রান, গড় ৫৪.২৩)

Paul Stirling

পল স্টারলিং (৭০৫ রান, গড় ৫৪.২৩)

9/14

জানেম্যান মালান (৫০৯ রান, গড় ৮৪. ৮৩)

Janneman Malan

জানেম্যান মালান (৫০৯ রান, গড় ৮৪. ৮৩)

10/14

তামিম ইকবাল

Tamim Iqbal

তামিম ইকবাল (৪৬৪ রান, গড় ৩৮.৬৬)  

11/14

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

Top run-scorers in T20Is this year

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান শিকারি যাঁরা

12/14

মহম্মদ রিজওয়ান

Mohammad Rizwan

মহম্মদ রিজওয়ান (১৩২৬ রান, ১৩৫ স্ট্রাইক রেট)  

13/14

বাবর আজম

Babar Azam

বাবর আজম (৯৩৯ রান, ১২৮ স্ট্রাইক রেট)

14/14

মার্টিন গাপটিল

 Martin Guptill

মার্টিন গাপটিল (৬৭৮ রান, ১৪৫ স্ট্রাইক রেট)