Aditi Ashok: গল্ফে ভারতকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন এই কন্যা! কে অদিতি অশোক?

| Aug 06, 2021, 16:20 PM IST
1/6

অদিতি অশোক, এই নামটার সঙ্গে এখনও দেশের বহু মানুষেরই হয়তো পরিচয় নেই! বছর বাইশের বেঙ্গালুরুর এই মেয়ে চলতি টোকিও অলিম্পিক্সে দুরন্ত ফর্মে রয়েছেন। আর এখানেই শেষ নয়, অদিতি গল্ফ থেকে ভারতকে প্রথম পদক জয়ের স্বপ্নও দেখাচ্ছেন। গল্ফে মেয়েদের ব্যক্তিগত স্ট্রোক প্লে ইভেন্টের প্রথম দু'রাউন্ডের শেষে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে ছিলেন অদিতি। তৃতীয় রাউন্ডের শেষে একাই দ্বিতীয় স্থান ধরে রেখেছেন ভারতের তারকা গল্ফার। আগামিকাল অর্থাৎ শনিবার শেষ রাউন্ডে অদিতির আগুন যদি জ্বলতে থাকে, তাহলে ভারত আরও একটা রুপো পেতে পারে।

2/6

অদিতি ২০১৬ রিও অলিম্পিক্সে ইতিহাস লিখেছিলেন। সবচেয়ে কম বয়সী গল্ফার (পুরুষ ও মহিলা মিলিয়ে) হিসেবে অংশ নেন। অদিতির তখন বয়স ছিল ১৮।  

3/6

অদিতি প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা গল্ফার যিনি এশিয়ান ইউথ গেমস (২০১৩), ইউথ অলিম্পিক গেমস (২০১৪) ও এশিয়ান গেমস (২০১৪) ও অলিম্পিক্স (২০১৬ রিও) খেলেন। 

4/6

অদিতি সবচেয়ে কম বয়সী ভারতীয় হিসেবে লালা আইচা ট্যুর স্কুল খেতাব জেতেন। এই জয়ের সুবাদেই ২০১৬ মরসুমে লেডিজ ইউরোপিয়ান ট্যুর কার্ড হাতে পেয়ে যান অদিতি।

5/6

অদিতি প্রথম ভারতীয় হিসেবে লেডিজ ইউরোপিয়ান ট্যুর খেতাব জেতেন ২০১৭ সালে, সেটি ছিল উইমেন্স ইন্ডিয়ান ওপেন। 

6/6

১৪টি ইউরোপিয়ান খেতাব ও জোড়া পিজিএ চ্যাম্পিয়নশিপ জেতা বিশ্ববন্দিত গল্ফার ররি ম্যাকিলরয়কে আদর্শ মনে করেন অদিতি।