Weather Update: নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা, জলমগ্ন শহর থেকে জেলা

Aug 06, 2021, 10:39 AM IST
1/8

kolkata rainfall- টানা বৃষ্টি কলকাতায়

kolkata rainfall- টানা বৃষ্টি কলকাতায়

শুক্রবার ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়ে। পশ্চিমের জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে।   

2/8

waterlogg: জলমগ্ন

waterlogg: জলমগ্ন

তবে আবহাওয়ার উন্নতি হতে পারে বেলা বাড়তেই। দক্ষিণবঙ্গে আজ ও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ।  

3/8

south bengal: দক্ষিণবঙ্গ

south bengal: দক্ষিণবঙ্গ

আগামী কয়েক ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগণায় ভারী থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা।

4/8

north bengal forecast: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

north bengal forecast: উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরে যাবে আগামী কয়েকদিনে। এর প্রভাবে শনিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।  শনিবার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার আরও একটু বৃষ্টি বাড়বে কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং অন্যান্য জেলায় উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

5/8

thunderstrom: বজ্র বৃষ্টিপাত

thunderstrom: বজ্র বৃষ্টিপাত

মূলত মেঘলা আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪৮ ঘণ্টায়। সোমবার থেকে ভারী বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে।

6/8

kolkata: কলকাতা

kolkata: কলকাতা

এদিকে টানা বৃষ্টির জেরে ফের জলমগ্ন পরিস্থিতি জেলার। ইতিমধ্যেই পার্কস্ট্রিট, ধর্মতলা অঞ্চলে জল জমতে শুরু করেছে। 

7/8

Heavy Rain accident: অতি বৃষ্টিতেই ধস

Heavy Rain accident: অতি বৃষ্টিতেই ধস

উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং সল্টলেকের বিস্তীর্ণ এলাকাও ডুবে গিয়েছে নিম্নচাপের এই বৃষ্টিতে। জেলার পরিস্থিতি আরও ভয়াবহ।   

8/8

flood situation: বন্যা পরিস্থিতি

flood situation:  বন্যা পরিস্থিতি

হুগলির খানাকুল, হাওড়ার উদয়নারায়ণপুর, আমতা এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর জলে ভেসেছে বাড়িঘর।