1/8
নিজস্ব প্রতিবেদন: রোজই চুলের গোড়ায় হাত দিলে মনে হয় কেমন যেন তৈলাক্ত, বা চুল ধরলে কেমন রুক্ষ লাগছে? আর তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন শ্যাম্পু করার। কিন্তু দেখা যায়, আবার ফিরে আসে সেই একই সমস্যা। জানেন কি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শ্যাম্পু করলে চুলের বারোটা বাজতে বেশি সময় লাগে না! বারবার একই সমস্যা ফিরে আসা কিন্তু জানান দিচ্ছে আপনার চুলের স্বাস্থ্য ভালো নেই।
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
6/8
যদি আপনার চুল শুষ্ক বা রুক্ষ তাহলেও ৫ থেকে ৭ দিন অন্তর চুলে শ্যাম্পু করতে পারেন। যদি দেখেন বেশি রুক্ষ হয়ে যাচ্ছে এতে তাহলে যথাযথ ভাবে তেল মালিশ করার প্রয়োজনীয়তা রয়েছে। নারকেল তেলের সঙ্গে রসুন গরম করে সেই তেল মাখতে পারেন। অথবা অ্যালোভেরা চুলে মাখতে পারেন। এতে আপনার চুলে ফিরবে প্রাকৃতিক পুষ্টি। বেশি রাসায়নিক শ্যাম্পু ব্যবহার করা একেবারেই উচিত নয়।
7/8
8/8
খুব সরু পাতলা চুল তাহলে একদিন অন্তর শ্যাম্পু করুন। তবেই চুলের স্বাস্থ্য ভাল থাকবে। তেল ব্যবহার করলে রেখে দেবেন না মাথায়। বা সেই তেল নিয়ে বাইরে বেরোবেন না। তেল মেখে রাতে শুয়ে পড়বেন না। এতে বালিশেরপ সঙ্গে ঘষা লেগে চুল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। স্নানের আগে আধ ঘণ্টা তেল মেখে শ্যাম্পু করা উচিত। খুব ঘন চুল হলে সপ্তাহে একদিন বা ২ দিন শ্যাম্পু করলেই যথেষ্ট। যদি মনে হয়, তালু খুব বেশি নোংরা , তবেই শ্যাম্পু করুন।
photos