Indian Coast Guard এর সাহায্যে নিয়ন্ত্রণে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজের আগুন

May 28, 2021, 11:16 AM IST
1/6

গত মঙ্গলবার থেকেই ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজে ( MV X-Press pear) জ্বলছে আগুন, শেষে আগুন নেভাতে ছুটে যায় Indian Coast Guard। Indian Coast Guard এর সাহায্যে নিয়ন্ত্রণে জাহাজের আগুন।

2/6

দিন রাত এক করে লাগাতার সমুদ্রের জল স্প্রে করে নেভান হল আগুন।

3/6

ভারত মহাসাগরে বন্দরে প্রবেশের আগে কলম্বোর উপকূল থেকে প্রায় ১৮ কিমি দূরে আগুন লেগে যায় MV X-Press pearএ। জাহাজে থাকা রাসায়নিক থেকেই আগুনের সূত্রপাত বলে উল্লেখ করা হয়।

4/6

মাঝ সমুদ্রে দাও দাও করে জ্বলে শ্রীলঙ্কার কন্টেনার জাহাজ, ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে নিয়ন্ত্রণে আসে আগুন।

5/6

আগুনে পুড়ে জাহাজটি নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়া জাহাজ ও তার রাসায়নিক সমুদ্রে মিশে জলকে দূষিত করার ভয় ছিল।

6/6

শ্রীলঙ্কার প্রশাসনকে IGC ৪৫০০ লিটার তেল এবং ৪৫০ রাসায়নিক পাওডার উদ্ধার করে দেয়।