চোকসি ডামিনিকার গারদে, বাকি পলাতক অভিযুক্তরা কোথায়?

Jun 03, 2021, 00:33 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: অবশেষে ধরা পড়লেন পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত মেহুল চোকসি। এবার তাঁকে দেশে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু নীরব মোদী, বিজয় মালিয়াদের কি হবে? স্রেফ প্রত্যপর্ণ চুক্তির না থাকায় বিদেশ থেকে আর্থিক অপরাধে বেশিরভাগ অভিযুক্তকেই ধরে আনা যায়নি এখনও পর্যন্ত। সেই তালিকায় রয়েছেন কারা? দেখে নিন একনজরে।  

2/6

মেহুল চোকসি: পাঞ্জাব ন্যাশনাল ব্য়াঙ্ক বা পিএনবি-তে ১৪ হাজার কোটি ঋণখেলাপির মামলায় অভিযুক্ত। ২০১৭ সাল থেকে থাকছিলেন অ্যান্টিগায়। বহু চেষ্টা করেও এই হীরে ব্যবসায়ীকে দেশের ফেরাতে পারেনি সিবিআই। সম্প্রতি ডমিনিকায় ধরা পড়েছেন।  

3/6

নীরব মোদি: পিএনবি কেলেঙ্কারিতে আর এক অভিযুক্ত। সম্পর্কে মেহুল চোকসির ভাইপো। ইংল্য়ান্ডে পালিয়ে গিয়েও অবশ্য শেষরক্ষা হয়নি।   

4/6

লন্ডনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়ে ধরা পড়েছেন নীরব। এখন রয়েছেন সংশোধনাগারে। তবে  আদালত সাফ জানিয়ে দিয়েছে, বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য ভারতে ফিরতেই হবে তাঁকে।  

5/6

বিজয় মালিয়া:  বিমান সংস্থার কিংফিশার সংক্রান্ত প্রতারণার মামলায় অভিযুক্ত। ইংল্যান্ডে পালিয়ে যান সেই ২০১৬ সালে। এখনও পর্যন্ত দেশে ফেরানো যায়নি।   

6/6

শোনা যায়, ভারতে প্রত্যপর্ণ বিরুদ্ধে বিজয় মালিয়ার শেষ আবেদনটিও নাকি খারিজ করে দিয়েছে বিলেতের আদালত! ইংল্যান্ডে এখন বিজয় মালিয়া জামিনে মুক্ত। তিনি নাকি সেদেশের সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন বলে খবর।