Mehul Choksi-র ঘাড় ধরে দেশে ফেরাতে ডমিনিকায় ভারতের 'লেডি সিংঘম'

Jun 02, 2021, 23:50 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: পিএনবি ঋণ জালিয়াতির তদন্ত করছেন তিনি। মেহুল চোকসিকে দেশে ফেরাতে পাড়িয়ে দিয়েছেন ডমিনিকায়। যে ৮ সদস্যের দল গিয়েছে তার নেতৃত্বে আইপিএস অফিসার শারদা রউত।   

2/6

২০১৭ সাল থেকে অ্যান্টিগায় থাকছিল মেহুল চোকসি। ডমিনিকা তাকে দেশে আনতে গিয়েছেন শারদা ও তাঁর দলবল। সিবিআই, ইডি ও সিআরপিএফের দুজন করে সদস্য রয়েছেন তাঁর দলে।       

3/6

শারদা রউতের জন্ম মহারাষ্ট্রের নাসিক জেলায়। ২০০৫ সালের ব্যাচের আইপিএস অফিসার তিনি। তাঁর কাজের আলাদাই ধরন বলে জানিয়েছেন পরিচিতরা।    

4/6

নাগপুর, মীরা রোড, নন্দুরবার, কোলাপুর ও মুম্বইয়ের একাধিক জায়গায় মোতায়েন ছিলেন শারদা রউত। পালঘরে এসপি থাকাকালীন অপরাধীদের রাতের ঘুম ছুটিয়ে দিয়েছিলেন। আর তাই 'মহারাষ্ট্রাচি লেডি সিংঘম' বলেও খ্যাত তিনি।  

5/6

এখন সিবিআইয়ে ব্যাঙ্ক জালিয়ালি তদন্ত বিভাগে রয়েছেন শারদা রউত। পিএনবিকাণ্ডের তদন্ত করছেন তিনিই। 

6/6

সূত্রের খবর, মেহুল চোকসিকে ভারতে প্রত্যর্পণে অনুমতি দিয়েছে ডমিনিকান আদালত। তাকে প্রাইভেটে জেটে ভারতে আনা হবে। এদেশে নামার পর চোকসিকে রউতের হাতে গ্রেফতারি দেখানো হবে।