End Of The World 2026: ঘনিয়ে আসছে সময়, ২০২৬ সালে ধ্বংস হবে পৃথিবী! রয়েছে ভয়ংকর সব ভবিষ্য়দ্বাণী
When Will the World End: কবে ধ্বংস হবে আমাদের পৃথিবী? এই উত্তরই বিভিন্ন সময়ে খুঁজেছেন বিজ্ঞানীরা। তবে একাধিক ভবিষ্য়দ্বাণী বলছে ২০২৬ সালেই শেষ পৃথিবী
1/5
কবে ধ্বংস হবে আমাদের পৃথিবী?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানুষের মতো পৃথিবীরও যে মৃত্যু আছে! শেষ হবে সর্বাপেক্ষা অধিক ঘনত্বযুক্ত এবং সৌরজগতের আটটি গ্রহের মধ্যে পঞ্চম বৃহত্তম গ্রহ। বিভিন্ন সময়ে যুগে যুগে বিজ্ঞানী থেকে শুরু করে আধ্যাত্মিক নেতারা ভবিষ্য়দ্বাণী করেছেন পৃথিবীর সম্ভাব্য ধ্বংসের বছরের। তবে কারোর ভবিষ্য়দ্বাণীই মেলেনি। তবে ৪.৫৪৩ বিলিয়ন বছর পৃথিবী শেষ হবে ২০২৬ সালে। এবার একমত বৈজ্ঞানিক থেকে আধ্যাত্মিক নেতার।
2/5
হেইঞ্জ ফন ফোর্স্টারের ভবিষ্যদ্বাণী
হেইঞ্জ ফন ফোর্স্টার ছিলেন একজন অস্ট্রিয়ান-আমেরিকান বিজ্ঞানী। তিনি প্রায় দু'শোর বেসি পেশাদার গবেষণাপত্র লিখেছেন, কম্পিউটার, বিজ্ঞান এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ক্ষেত্রে নিজের জাত চিনিয়ে ছিলেন। বিখ্য়াত পদার্থবিজ্ঞানী ১৯৬০ সালের এক গবেষণাপত্রে লিখে গিয়েছিলেন যে, অতিরিক্ত জনসংখ্যার কারণে মানবতার শেষ হবে ২০২৬ সালে।
photos
TRENDING NOW
3/5
মেসিয়া ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল
4/5
২০২৬ সালে পৃথিবী ধ্বংস না হলে কবে হবে?
5/5
২০২৬ ও ২০২৮ সালে পৃথিবী ধ্বংস না হলে এরপর কবে হবে?
photos