ঘুমের সময় এই সমস্যাগুলি হলেই সাবধান! জানান চিকিত্সককে

| Mar 17, 2019, 16:18 PM IST
1/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

রাতে ঘুম আসতে ৩০ বা তার বেশি সময় লাগলে।

2/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

যাদি প্রায়ই মাঝ রাতে ঘুম ভেঙে যায় বা ঘুম আসতে সমস্যা হয়।

3/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

যখনই ঘুমোতে যান না কেন, রোজ খুব ভোরে যদি ঘুম ভেঙে যায়।

4/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

৮ ঘণ্টা ঘুমনোর পরও সকালে উঠে যদি ক্লান্ত মনে হয়।

5/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

রাতে ঘুমানোর পরও সারা দিন যদি ঘুম পায়।

6/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

ঘুমোলেই যদি নাক ডাকেন।

7/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

যদি ঘুমনোর পর পায়ের পাতায় সুড়সুড়ি বা খিঁচুনি অনুভব করেন।

8/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

সারা রাত যদি ঘুমের মধ্যেও সজাগ ভাব কাজ করে (তন্দ্রাচ্ছন্ন ভাব) বা ঘুমানোর পরও যদি আশেপাশে কী ঘটছে সে সম্পর্কে সজাগ থাকেন।

9/9

ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

সকালে প্রথম ঘুম ভাঙার পরও যদি শরীরের আড়ষ্ঠ ভাব সহজে না কাটে।