Saraswati Puja 2025: কবে বাগদেবীর আরাধনা? সোমবার কতক্ষণ থাকছে পঞ্চমী? গোটাসেদ্ধ কবে রাঁধতে হবে? শীতল ষষ্ঠীর পুজো?
Saraswati Puja 2025: সকলেই জানতে আগ্রহী এবার কবে সরস্বতীপুজো? গোটাসেদ্ধ কখন রাঁধতে হবে? আর, শীতল ষষ্ঠীর পুজো কখন দেবেন? জেনে নিন সবটা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবে সরস্বতীপুজো? এটাই এখন সব চেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুলে-কলেজে-শিক্ষা প্রতিষ্ঠানে তো বটেই, বাড়িতেও তো বহু সংখ্যক পুজো হয়। সকলেই জানতে আগ্রহী এবার কবে পুজো?
1/6
জ্ঞানের দেবী
2/6
সরস্বতীপুজো এবং
photos
TRENDING NOW
3/6
রবিবার গণেশ চতুর্থী
4/6
সোমবার শ্রীপঞ্চমী
5/6
দিন-তিথি-লগ্ন
6/6
গোটাসেদ্ধ- শীতল ষষ্ঠী
তাহলে ষষ্ঠী পড়ছে সোমবারই, বেলা ১০টার পরে। এই ষষ্ঠীকে শীতল ষষ্ঠী বলে। ষষ্ঠীর পালনী হবে পরদিন, মঙ্গলবার। এদিন ষষ্ঠী তিথি থাকছে সকাল ৭টা ৩৮ মিনিট পর্যন্ত। আগেরদিন, মানে, সোমবার বিকেলে গোটাসেদ্ধ রাঁধতে হবে। সেই রান্না মঙ্গলবার সকালে ষষ্ঠীর পুজো দিয়ে খেতে হবে। এদিন বাঙালি বাড়িতে সেই অর্থে টাটকা কিছু রান্না হয় না, গরম কিছু খাওয়া হয় না। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos