Saraswati Puja 2025: কবে বাগদেবীর আরাধনা? সোমবার কতক্ষণ থাকছে পঞ্চমী? গোটাসেদ্ধ কবে রাঁধতে হবে? শীতল ষষ্ঠীর পুজো?

Saraswati Puja 2025: সকলেই জানতে আগ্রহী এবার কবে সরস্বতীপুজো? গোটাসেদ্ধ কখন রাঁধতে হবে? আর, শীতল ষষ্ঠীর পুজো কখন দেবেন? জেনে নিন সবটা।

| Jan 22, 2025, 14:12 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবে সরস্বতীপুজো? এটাই এখন সব চেয়ে বেশি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুলে-কলেজে-শিক্ষা প্রতিষ্ঠানে তো বটেই, বাড়িতেও তো বহু সংখ্যক পুজো হয়। সকলেই জানতে আগ্রহী এবার কবে পুজো?

1/6

জ্ঞানের দেবী

দেবী সরস্বতী জ্ঞানের দেবী। পদ্মের উপর আসীনা দেবী। সঙ্গে বাহন শ্বেতহংস। দেবীর হস্তে বীণা।

2/6

সরস্বতীপুজো এবং

তবে সরস্বতীপুজো তো শুধু সরস্বতীপুজোই নয়। এর সঙ্গে রয়েছে পঞ্চমীর পড়া ও শেষ হয়ে যাওয়ার প্রশ্ন, পুষ্পাঞ্জলি, রয়েছে গোটাসেদ্ধ এবং শীতল ষষ্ঠীর পুজো দেওয়ার মতো বিষয়ও।  

3/6

রবিবার গণেশ চতুর্থী

এবার দু'টি দিন নিয়ে মূলত আলোচনা হচ্ছে-- ২ (রবিবার) ও ৩ (সোমবার) ফেব্রুয়ারি। ২ ফেব্রুয়ারি রবিবার মূলত চতুর্থী, এদিন গণেশ চতুর্থী। তবে পরের দিকে পঞ্চমী পড়ছে। তবে এদিন পঞ্চমী ধরা হচ্ছে না। তবে, যাঁরা চাইবেন, তাঁরা এই সময়ে পুজো করে নিতেও পারেন। 

4/6

সোমবার শ্রীপঞ্চমী

সোমবারের পঞ্চমী তিথিটি যেহেতু সূর্যোদয় পাচ্ছে, তাই কাগজে-কলমে এদিনই পঞ্চমী এবং এদিনই মূলত বাগদেবীর আরাধনা করা হবে সব জায়গায়। 

5/6

দিন-তিথি-লগ্ন

তাহলে আসুন, এবার সময়টা জেনে নেওয়া যাক:  ১৯ মাঘ, রবিবার ২ ফেব্রুয়ারি চতুর্থী শেষ হয়ে যাচ্ছে বেলা ১২টা ১৪ মিনিটে। এর অর্থ, রবিবার পঞ্চমী শুরু হয়ে যাচ্ছে এর পর থেকেই। থাকছে পরদিন ২০ মাঘ, সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ৯টা ৫৯ পর্যন্ত। মানে, ওই বেলা ১০টা ধরা যেতে পারে আর কী! 

6/6

গোটাসেদ্ধ- শীতল ষষ্ঠী

তাহলে ষষ্ঠী পড়ছে সোমবারই, বেলা ১০টার পরে। এই ষষ্ঠীকে শীতল ষষ্ঠী বলে। ষষ্ঠীর পালনী হবে পরদিন, মঙ্গলবার। এদিন ষষ্ঠী তিথি থাকছে সকাল ৭টা ৩৮ মিনিট পর্যন্ত। আগেরদিন, মানে, সোমবার বিকেলে গোটাসেদ্ধ রাঁধতে হবে। সেই রান্না মঙ্গলবার সকালে ষষ্ঠীর পুজো দিয়ে খেতে হবে। এদিন বাঙালি বাড়িতে সেই অর্থে টাটকা কিছু রান্না হয় না, গরম কিছু খাওয়া হয় না।  (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)