Ayodhya Ram Mandir: ২২ জানুয়ারি অতি বিশেষ দিন! জানেন, এক বছর আগে ঠিক এই দিনে রামমন্দিরে আশ্চর্য কী ঘটেছিল, আর আজ সেখানে...

Ayodhya Ram Mandir First Anniversary: দেশে একটা আলোড়ন পড়ে গিয়েছে। কী না হচ্ছে মহাকুম্ভ মেলায়। কিন্তু তারই মাঝে আজ একটা বিশেষ দিন।

| Jan 22, 2025, 15:07 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ। এ নিয়ে মেতে গোটা দেশ। দেশে একটা আলোড়ন পড়ে গিয়েছে। কে না কে যাচ্ছেন মহাকুম্ভ মেলায়। লোকের মুখে-মুখে শুধু মহাকুম্ভ, কুম্ভস্নান, প্রয়াগরাজ, শাহি স্নান-- এসবই ফিরছে। কিন্তু তারই মধ্যে নতুন করে উঠে এল অযোধ্যার রামমন্দিরের প্রসঙ্গ। কেন?

1/6

২২ জানুয়ারি, ২০২৪

দিনটা মনে করলেই বুঝতে পারবেন, কেন আজ, অযোধ্যার রামমন্দিরের প্রসঙ্গ উঠছে। ২২ জানুয়ারি। একবছর আগে ২০২৪ সালের ঠিক এইদিনে অযোধ্যার রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল রামলালার। 

2/6

একবছর পূর্তি

আগের বছর ঠিক এই সময়ে দেশ যেন আবেগে ফুটছিল। একবছর পূর্তিতে সেই আবেগ যেন নতুন করে জেগে ওঠার একটা উপলক্ষ্য পাচ্ছে।  

3/6

রামমন্দির চত্বরে

একবছর আগে এই সময়ে, এই দিনে গোটা দেশ যেন ভেঙে পড়েছিল অযোধ্যায়। দলে দলে ভক্ত ভিড় জমিয়েছিলেন অযোধ্যার রামমন্দির চত্বরে। 

4/6

আবেগ-ভক্তি-উৎসব

অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রে আজও এই উদযাপনে লেগেছে আবেগ ভক্তি উৎসবের রং।

5/6

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতবছর রামমন্দিরের এই গ্র্যান্ড অনুষ্ঠানে পুজো-অর্চনায় মূল ভূমিকা পালন করেছিলেন।

6/6

শুক্ল যজুর্বেদ থেকে হনুমান চালিশা

আগের বছর ২২ জানুয়ারি ছিল কুর্মা দ্বাদশী। দিনটি ছিল পৌষের শুক্ল পক্ষ। শুক্ল যজুর্বেদ থেকে মন্ত্রোচ্চারণ করে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল গত বছর। তারপর পাঠ হয়েছিল রামনাম। পাঠ হয়েছিল হনুমান চালিশা। এর পর দিন, ২৩ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছিল দেবদর্শন। দর্শনের সময় ছিল-- সকাল ৮ টা থেকে ১১টা পর্যন্ত, আবার বেলা ২টো থেকে ৫টা। তেমনটাই চলে এল ১ বছর ধরে।