১০০ দিন পর 'নতুন' রূপে মাঠে ফিরছে বিশ্বের জনপ্রিয়তম লিগ

Jun 17, 2020, 20:02 PM IST
1/5

করোনা সংক্রমন কাটিয়ে ১০০দিন পর আজ মাঠে ফিরছে স্থগিত হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগ।

2/5

ইপিএল প্রত্যাবর্তনে প্রথম দিনেই অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড এবং অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে আর্সেনাল।

3/5

দর্শকশূন্য গ্যালারিতেই আজ ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ। স্টেডিয়ামে থাকবে রেড জোন এবং গ্রিন জোন। সর্বাধিক ১১০ জন থাকবে স্টেডিয়ামে।  

4/5

অ্যাস্টন ভিলা ও শেফিল্ড ইউনাইটেড ম্যাচে এক মিনিট নিরবতা পালন করবেন সবাই, করোনায় মৃত সকলের স্মৃতির উদ্দেশ্যে। চিকিত্সক এবং স্বাস্থ্যকর্মীদের লড়াইকে কুর্নিশ জানাতে ফুটবলার এবং রেফারিরা হার্ট শেপ ব্যাজ পরে মাঠে নামবেন।  

5/5

প্রিমিয়ার লিগের প্রথম ১২টি ম্যাচে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে  ফুটবলারদের জার্সির পিছনে নাম লেখা থাকবে না , তার বদলে বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্লোগান 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা থাকবে।