রাজ্যে করোনার 'তৃতীয় ঢেউ'! খরচ কমাতে 'কড়া' সিদ্ধান্ত নিল সরকার

Jan 07, 2022, 09:23 AM IST
1/5

খরচ কমাতে নির্দেশ

খরচ কমাতে নির্দেশ

নিজস্ব প্রতিবেদন : খরচ কমাতে হবে। রাজ্যে করোনার 'থার্ড ওয়েভ' আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই খরচ কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সব দফতরকে বিজ্ঞপ্তি দিয়ে খরচ কমাতে নির্দেশ দিল অর্থ দফতর। 

2/5

অর্থ দফতরের নির্দেশিকা

অর্থ দফতরের নির্দেশিকা

এর আগে কোভিডের সেকেন্ড ওয়েভের সময় গত বছর জুন মাসেও একবার খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ৩০ জুন খরচ কমানোর বিষয়ে নির্দেশিকা জারি করেছিল অর্থ দফতর।

3/5

অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত

অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত

এবার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে আরও একবার সে পথে হাঁটল সরকার। অনির্দিষ্টকালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ও আধা সরকারি অফিসে এই নির্দেশ লাগু হবে। 

4/5

নতুন কিছু কেনা যাবে না

নতুন কিছু কেনা যাবে না

নির্দেশিকা অনুযায়ী, কোনও সংস্কার বা সাজসজ্জা সংক্রান্ত কাজকর্ম এখন নতুন করে করা যাবে না। নতুন করে গাড়ি, আসবাবপত্র, টিভি, কম্পিউটার ইত্যাদি কেনা যাবে না। 

5/5

অর্থ দফতরের অনুমতি লাগবে

অর্থ দফতরের অনুমতি লাগবে

যদি নবনির্মিত স্কুল, কলেজ বা হাসপাতালে কোনও কিছু কেনার প্রয়োজন হয়, তাহলে অর্থ দফতরের অনুমতি নিতে হবে।