WB Flood: 'ম্যান মেড বন্যা', হাঁটুজলে দাঁড়িয়ে বানভাসি এলাকা পরিদর্শনে Mamata

Aug 04, 2021, 17:56 PM IST
1/7

WB flood: রাজ্যে বন্য়া পরিস্থিতি

WB flood: রাজ্যে বন্য়া পরিস্থিতি

মঙ্গলবার সকাল থেকেই মুখভার আকাশের। ফের নিম্মচাপের ভ্রুকুটি রাজ্যে। অন্যদিকে, জেলায় বিভিন্ন বাঁধ থেকে জল ছাড়ায় অবস্থা জটিল। ডিভিসি থেকে জল ছাড়ার পর রাজ্যে বন্য়া পরিস্থিতি জটিল হয়েছে আরও।

2/7

Mamata Banerjee visit: হেঁটে দেখছেন বন্যা বিধ্বস্ত এলাকা

Mamata Banerjee visit: হেঁটে দেখছেন বন্যা বিধ্বস্ত এলাকা

 হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলাগুলিতে বন্যা পরিস্থিতি। এদিন সকালে দুর্গত এলাকা সড়কপথে ঘুরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে দেখছেন বন্যা বিধ্বস্ত এলাকা। 

3/7

flood affected areas: বন্যা বিধ্বস্ত এলাকা

 flood affected areas: বন্যা বিধ্বস্ত এলাকা

বন্যা বিধ্বস্ত আমতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা বৃষ্টির বন্যা নয়। এটা জল ছাড়ার বন্যা। ম্যান মেড ফ্লাড। আমি প্রধানমন্ত্রীকে বলেছি। DVC ইচ্ছেমতো জল ছাড়ছে। এটা কেন্দ্রের DVC-র খাল সংস্কার না করার ফল।'

4/7

weather: আবহাওয়া

weather: আবহাওয়া

কয়েকদিনের ভারি বর্ষণে জলমগ্ন কলকাতা-সহ বিভিন্ন জেলা। জলের নীচে একাধিক জমি-বাড়ি। গত দুদিন ধরে জলের তলায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলের সঙ্কট চরমে। 

5/7

Flood Areas: বানভাসী এলাকা

Flood Areas: বানভাসী এলাকা

রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে বিশদে জানতে এবং এই বিষয়ে খতিয়ে দেখতে হেলিকপ্টরে করে বানভাসী এলাকা পরিদর্শনের কথা ছিল। তবে আবহাওয়া খারাপ হওয়ায় সেই সফর বাতিল করতে বাধ্য হন মমতা।

6/7

nabanna: নবান্ন

nabanna: নবান্ন

নবান্নের বক্তব্য, বাঁধ থেকে ছাড়া জলে বাংলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। যা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

7/7

howrah, hoogly: হাওড়া, হুগলি

 howrah, hoogly:  হাওড়া, হুগলি

গত সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বৃষ্টিপাত চলছে। হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণ বঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। জলমগ্ন হাওড়ার উদয়নারায়ণপুর, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ও হুগলির খানাকুল।