West Bengal Election 2021: সক্কাল সক্কাল ভোট দিলেন যশ, শ্রাবন্তী, অঞ্জনা, লাভলি

Apr 10, 2021, 10:11 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: আজ রাজ্যের ৫ জেলার ৪৪ কেন্দ্রে ভোট। চতুর্থ দফায় কোচবিহার জেলার ৯ এবং আলিপুরদুয়ার জেলার ৫ বিধানসভা আসনে ভোট হবে। এ ছাড়াও , হাওড়া জেলার ১৬টির মধ্যে ৯টিতে, দক্ষিণ ২৪ পরগনার ৩১টি কেন্দ্রের মধ্যে ১১টিতে এবং হুগলির ১৮টির মধ্যে ১০টি আসনে নির্বাচন হবে এই পর্বে। বেহালা পশ্চিমে হাই প্রোফাইল আসন থেকে মুখোমুখি লড়ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অভিনেতা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সকালে মাকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন তিনি। 

2/6

রোদ চড়ার আগেই ভোট দিলেন লাভলি মৈত্র। সোনারপুর দক্ষিণের প্রার্থী তিনি। এর আগে প্রত্যেক দিন সকাল ৭ টা থেকে টানা ২-৩ ঘণ্টা প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। আবার বিকেল গড়ালেই বের হতেন প্রচারে। প্রসঙ্গত, লাভলির স্বামী আইপিএস। তৃণমূলের প্রার্থী হিসেবে স্ত্রী-র নাম ঘোষণার পরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয়, স্বামীকে ভোটের কোনও দায়িত্ব দেওয়া যাবে না। 

3/6

বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে লড়ছেন অভিনেতা পায়েল সরকার। বেলা গড়ানোর আগেই দুই প্রার্থীকেই ভোট দিতে দেখা গিয়েছে। 

4/6

রাজনীতির ময়দানে ডবল সেঞ্চুরি করার ডাক দিয়েছিলেন মনোজ তিওয়ারি। শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। সকালেই সাদা পাঞ্জাবিতে পৌঁছে গিয়েছিলেন বুথে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ভোট দিতে দেখা গেল তাঁকে।   

5/6

অঞ্জনা বসু এ বার সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী। সক্কাল সক্কাল ভোট দিতে দেখা গেল তাঁকে।  

6/6

নিজস্ব প্রতিবেদন: হুগলির চন্ডীতলা বিধানসভা আসনে দাঁড়িয়েছেন  অভিনেতা তথা বিজেপি প্রার্থী  যশ দাশগুপ্ত। সক্কাল সক্কাল ভোট দিলেন তিনি। জিন্স আর সাদা টি-শার্টে স্বচ্ছ্বন্দ টলিউড হিরোকে প্রচারে দেখা গিয়েছে ভোটেপ আগে। মহিলাদের ভিড় উপচে পড়েছিল তাঁর রোড-শোতে। তবে সেই দর্শন কতটা ভোটবাক্সে ধরা দেবে তার জন্য অপেক্ষা ২ মে পর্যন্ত৷