হোলি মিলন বাতিল করেছেন প্রধানমন্ত্রী, করোনা ভাইরাস রুখতে মোদীমাস্ক বিলি BJP-র

Mar 04, 2020, 17:33 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্ক গোটা দেশে। বুধবার বিজেপির রাজ্য অফিসের বাইরে করানোভাইরাসের মোকাবিলায় মোদী-মাস্ক বিতরণ করলেন নেতারা।   

2/6

বুধবার করোনাভাইরাস প্রতিরোধে মোদী মাস্ক বিলি করলেন বিজেপির রাজ্য সহ-সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায়। 

3/6

বিজেপির রাজ্য অফিসের বাইরে পথচলতি মানুষকে পরিয়ে দেওয়া হয় সেই মাস্ক। 

4/6

বিজেপি নেতার সাধারণ মানুষের মুখে বেঁধে দিয়েছেন মাস্ক।       

5/6

মাস্কে লেখা,'সেভ ফ্রম করোনাভাইরাস ইনফেকশন মোদীজি।'  

6/6

এদিকে 'মোদীজি' নিজেই করোনাভাইরাস আতঙ্কে হোলির অনুষ্ঠান বাতিল করেছেন। টুইটারে লিখেছেন,''বিশেষজ্ঞরা ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন, তাই হোলি মিলন অনুষ্ঠানে অংশ নেব না।''