Weather Today: উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ

Jul 30, 2022, 11:29 AM IST
1/7

আবহাওয়ার খবর

weather update

অয়ন ঘোষাল: ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা উত্তরে। দক্ষিনবঙ্গে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে।

2/7

দক্ষিণবঙ্গের আবহাওয়া

weather update

বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা নিম্নমুখী। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। 

3/7

উপকূলের আবহাওয়া

weather update

কিছুটা বেশি বৃষ্টি উপকূল এবং লাগোয়া জেলায়। কাল থেকে মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূম জেলায় বৃষ্টি বাড়বে।

4/7

উত্তরবঙ্গের আবহাওয়া

weather update

সমতলের জেলা, তরাই ও ডুয়ার্সে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা ও দুই দিনাজপুর জেলায় মাঝারি এবং দুই এক দফা ভারী বৃষ্টি হতে পারে।

5/7

পার্বত্য জেলার আবহাওয়া

weather update

দার্জিলিং সহ পার্বত্য এলাকায়  দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

6/7

কলকাতার আবহাওয়া

weather update

আংশিক মেঘলা আকাশ দেখা যাবে মহানগরে। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে আপাতত তাপমাত্রা বাড়বে না বলেই জানানো হয়েছে। আপেক্ষিক আর্দ্রতা বাড়বে এবং বেলা বাড়লে বাড়বে ঘাম এবং অস্বস্তি।

7/7

কলকাতার তাপমাত্রা

weather update

গতকাল দিনের তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ। কাল কলকাতায় ৩২.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।