ঘন কুয়াশার চাদরে শহর, দক্ষিণবঙ্গের শীত ভাগ্য অধরাই

Dec 08, 2020, 09:35 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: কুয়াশায় ঢেকেছে গোটা শহর। আজ সামান্য কমল তাপমাত্রা। আজ  তাপমাত্রা ১৮.৩ হলেও শীতের আমেজ উধাও। ভিলেন দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে ৩০.২ ডিগ্রি।  

2/5

দুটি তাপমাত্রাই এই সময়ের স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি করে বেশি। গোদের উপর বিষফোঁড়ার মতো বাতাসে জলীয় বাস্পের পরিমাণ বেড়ে যাওয়ায় সকাল থেকে ঘন কুয়াশার চাদরে শহরের মুখ ঢাকা।   

3/5

কাল থেকে উত্তরবঙ্গে মেঘলা আকাশ কেটে রোদের দেখা মিললেই তাপমাত্রার পারদ নামবে। দক্ষিণের শীতভাগ্য অধরাই। ১৫ ডিসেম্বরের আগে শীত ঢোকার সম্ভাবনা নেই বলেই খবর হাওযা অফিসের তরফে।  

4/5

অন্যদিকে এদিন দৃশ্যমানতা স্বাভাবিকের নিচে নেমে যাওয়া বিমান পরিষেবা ব্যহত কলকাতা বিমানবন্দরে। আজ ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় কলকাতা বিমানবন্দর।   

5/5

বিমানবন্দর সূত্রের খবর, দৃশ্যমানতা ৫০ মিটারেরও নিচে নেমে গিয়েছে। তাই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে ফের বিমান পরিষেবা স্বাভাবিক হলেও দেরিতে চলছে বেশ কিছু বিমান।