দেশজুড়ে কৃষকের ডাক বনধ! বিক্ষোভ, অবরোধ, মিছিলে আন্দোলনের আঁচ কলকাতাতেও
Dec 08, 2020, 17:30 PM IST
1/6
কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠন। বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, টিআরআস, ঝাড়খন্ড মুক্তি মোর্চা, এনসিপি সহ মোট ১৮টি রাজনৈতিক দল।
2/6
বনধ্কে কেন্দ্র করে কোথাও যাতে কোনও অপ্রিতীকর পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে রাজ্যগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।
photos
TRENDING NOW
3/6
তবে বিক্ষিপ্ত অশান্তি চোখে পড়েছে শহর জুড়ে। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথায় রেল অবরোধ। কোথাও আবার অবস্থানে বসেছেন বাম কর্মীরা।
4/6
সকাল থেকে বনধের প্রভাব পড়ছে যানবাহন পরিষেবাতে। খানিক অসুবিধের মধ্যেই পড়তে হচ্ছে নিত্য যাত্রীদের।
5/6
যদিও মানুষের সমস্যা তৈরি না করেই বনধ পালিত হবে বলে জানিয়েছেন ভারতীয় কিষান সংগঠন। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চাক্কা জ্যাম চলবে।
6/6
চলবে।প্রায় তিনমাস ধরে বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছেন কৃষকরা। পঞ্জাব থেকে আন্দোলন শুরু হলেও পরে তার ঢেউ আছড়ে পড়ে রাজধানী দিল্লিতে।দিল্লি-পঞ্জাব,হরিয়ানা সীমান্তেও অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন হাজার হাজার কৃষক।