Weather Update: স্বস্তি উধাও! চলতি সপ্তাহেই ফের চড়বে তাপমাত্রার পারদ, কতটা বাড়বে গরম?

শুষ্ক গরমের দীর্ঘ ড্রাই স্পেলের পর একটু স্বস্তি পেয়েছিল মানুষ। কিন্তু সুখের দিন দীর্ঘস্থায়ী হল না...

Apr 25, 2023, 18:17 PM IST
1/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

সন্দীপ প্রামাণিক: স্বস্তি উধাও! দক্ষিণবঙ্গে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা বাড়বে। ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।   

2/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

গত কয়েক দিন ধরে মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টিপাত থাকার জন্য দিনের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছিল। 

3/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

কিন্তু আগামী ৪-৫ দিন বৃষ্টিপাত কমে যাবে। ২৭ তারিখ দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   

4/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

কিন্তু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, যদি বা হয় তো খুব হালকা বৃষ্টি।   

5/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

তবে আগামী ৪-৫ দিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা থাকছে। একমাত্র ২৭ তারিখ খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   

6/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ৪-৫ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা।   

7/7

বৃষ্টি নেই, বাড়বে তাপমাত্রা?

Weather Update No Rain

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা। এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের সৌরিশ বন্দ্যোপাধ্যায়।