লেপ-কম্বল এখনই তুলবেন না, ফিরে আসছে শীত

Jan 27, 2019, 21:46 PM IST
1/8

ঠান্ডা অনেকটাই কমে গিয়েছে। লেপ-কম্বল তুলে দেওয়ার কথাও ভাবছেন অনেকে। শীতবিলাসীরা আবার আর একটু দীর্ঘায়িত ঠান্ডার অপেক্ষায়। তাঁদের জন্য রয়েছে সুখবর। 

2/8

এখনই তুলে রাখবেন না লেপ-কম্বল। মঙ্গলবার রাত থেকে ফের নামতে চলেছে তাপমাত্রা। 

3/8

মঙ্গলবার রাত থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা নামতে চলেছে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

4/8

উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ছত্রিশগঢ় পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। 

5/8

দক্ষিণবঙ্গের পুরুলিয়া ,বাঁকুড়া ,বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।

6/8

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ থাকবে মেঘলা ও কুয়াশাচ্ছন্ন। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।  

7/8

কিন্তু তারপর থেকে মঙ্গলবার থেকে ২-৩ ডিগ্রি পড়তে পারে পারদ। ফলে ফিরে আসবে শীতের আমেজ।

8/8

কলকাতায় সোমবার সকালের আকাশ থাকবে কুয়াশাচ্ছন্ন। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।