Kolkata: কলকাতায় বিপজ্জনক বাড়ি ক'টা? জেনে নিন, এ-শহরের কোথায় রয়েছে সবচেয়ে বেশি ভয়াবহ ভাঙাচোরা বাড়ি...

KMC New Rule on Dilapidated Building's Renovation: এ শহরে বাড়িওয়ালা-ভাড়াটে দ্বন্দ্ব খুবই পুরনো ও নিত্যনৈমিত্তিক ঘটনা। আর তার জেরে এখানে আটকে রয়েছে বহু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ।

| Nov 19, 2024, 16:51 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এ শহরে বাড়িওয়ালা-ভাড়াটে দ্বন্দ্ব খুবই পুরনো ও নিত্যনৈমিত্তিক ঘটনা। আর তার জেরে এখানে আটকে রয়েছে বহু বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ। কেননা বাড়ি ভাঙতে গেলেই আদালতে ছোটেন ভাড়াটে। তখন হাত পা বাঁধা পুরসভার! এমন কথাই বারবার শোনা যায় পুরসভার বিল্ডিং দফতরে।

1/6

সিভিয়ার

কলকাতায় বিপজ্জনক বাড়ির সংখ্যা প্রায় ৩০৪৬টি। যার মধ্যে ১০ শতাংশ বাড়িই 'সিভিয়ার রিস্ক জোনে' রয়েছে। (তথ্য: কমলাক্ষ ভট্টাচার্য)

2/6

হাই রিস্ক জোন

এ শহরের ২৫০০টি বাড়ি বিপজ্জনক বলে চিহ্নিত করেছে কলকাতা পৌর সংস্থা। তালিকাভুক্ত হাই রিস্ক জোন বাড়ি প্রায় ৩০ শতাংশ। (তথ্য: কমলাক্ষ ভট্টাচার্য)

3/6

অতি বিপজ্জনক

সবচেয়ে বেশি বিপজ্জনক বাড়ি মধ্য কলকাতায়। ১০০টির বেশি বাড়ি অতি বিপজ্জনক বলে চিহ্নিত করা হয়েছে।

4/6

উত্তর-মধ্য কলকাতায়

উত্তর ও মধ্যে কলকাতায় দেড় থেকে দুহাজার বাড়িই বিপজ্জনক। উত্তর কলকাতার ৪ ও ৫ নম্বর বোরোতেই রয়েছে সর্বাধিক বিপজ্জনক বাড়ি। প্রসঙ্গত, বাড়ি হাতছাড়া হওয়ার ভয়ে সরতে অনীহা এর বাসিন্দাদের। (তথ্য: কমলাক্ষ ভট্টাচার্য)

5/6

৪১২ ধারায় সংশোধনী

কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে বার বার নোটিস দেওয়া হলেও সরছেন না সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দারা। বিপজ্জনক বাড়ির সংস্কারের জন্য এবার ৪১২ ধারায় সংশোধনী আনতে চলেছে কলকাতা পৌর সংস্থা। (তথ্য: কমলাক্ষ ভট্টাচার্য)

6/6

বিপজ্জনক বাড়ির পূর্ণ তালিকা

পুরসভাসূত্রে জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডে বিপজ্জনক বাড়ির বাসিন্দাদের জন্য বিকল্প ব্যবস্থা করা আছে। তবে গত ৫ বছরে মাত্র ৭০টি বিপজ্জনক বাড়ির সংস্কারের কাজ সম্ভব হয়েছে। খুব দ্রুত শহরের বিপজ্জনক বাড়ির পূর্ণাঙ্গ একটি তালিকা ওয়েবসাইটে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। (তথ্য: কমলাক্ষ ভট্টাচার্য)