Weather Update: চৈত্রেই ফুটছে বাংলা, পশ্চিম ভারতের মতো শুষ্ক আবহাওয়া ও তাপপ্রবাহের আশঙ্কা রাজ্যে

Apr 08, 2023, 20:40 PM IST
1/5

গ্রীষ্মের এখনও অনেক বাকী। চৈত্রেই ফুটছে বাংলা। রোজই রেকর্ড ভাঙছে তাপমাত্রা। পয়লা বৈশাখের আগেই দিনের তাপমাত্রা পৌঁছে যাবে ৪০ ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দফতরের পূর্বভাস অনুযায়ী দুই পর্যায়ে বাড়বে রাজ্যের তাপমাত্রা। প্রথম পর্যায়ে ১৩ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। পরবর্তী ৩-৪ দিন ২-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

2/5

আরও একটি গুরুত্বপূর্ণ পূর্বভাস আবহাওয়া দিয়েছে আবহাওয়া দফতর। সেখানে বলা হয়েছে, ১০-১৫ এপ্রিল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকুলবর্তী এলাকায় তাপপ্রবাহের একটা আশঙ্কা রয়েছে। 

3/5

অন্যদিকে, উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে। সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাতেই রেকর্ড উত্থান হবে। 

4/5

আদ্রতাজনিত অস্বস্তি উধাও হবে দক্ষিণবঙ্গে। তার পরিবর্তে পশ্চিম ভারতের মতো শুষ্ক আবহাওয়া দেখা যাবে বাংলায়।  

5/5

এরকম এক পরিস্থিতিতে কী করবেন সাধারণ মানুষ? চিকিত্সকরা বলছেন, এরকম গরমে নুনজল খেতে হবে। বাইরে বের হলে ছাতা, সানগ্লাস ব্যবহার করতে হবে। পরতে হবে সুতির পোশাক। চড়া রোদে একটানা দাঁড়িয়ে থাকা যাবে না। অতিরিক্ত চা-কফি খাবেন না।