Weather Rain: ঝালং-মালবাজারে বৃষ্টি এল ঝেঁপে,কলকাতা-বাঁকুড়া সূর্য আজও ক্ষেপে
গরমের জন্য শুকিয়ে যাচ্ছিল কৃষি জমি। সমস্যা হচ্ছিল পানীয় জলের। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে এলাকার মানুষকে। এদিন কিছুটা স্বস্তি পাহড় সংলগ্ন সমতলে।
1/7
বৃষ্টি
2/7
বৃষ্টি
বেশ কিছুদিন যাবৎ সমতল এবং সমতল ঘেঁষা পাহাড়ি এলাকায় ভালোই গরম পরেছিল। কিন্তু বুধবার ২টো নাগাদ শুরু হল প্রবল বৃষ্টি। আর এতেই খুশি এলাকার মানুষ। কারণ গরমের জন্য শুকিয়ে যাচ্ছিল কৃষি জমি। সমস্যা হচ্ছিল পানীয় জলের। এই বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে এলাকার মানুষকে। সমতল ঘেঁষা পাহাড়ে বৃষ্টির কারণে সমতলের তাপমাত্রাও কিছুটা কমছে।
photos
TRENDING NOW
3/7
বৃষ্টি
4/7
বৃষ্টি
5/7
বৃষ্টি
6/7
বৃষ্টি
হাওয়া অফিস আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। বুধবার বিকেলে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুরু হল স্বস্তির বৃষ্টি। জেলার ধুপগুড়ি, ময়নাগুড়ি, বানারহাট-সহ বিভিন্ন এলাকায়। শুরু হল হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে এই বৃষ্টিতে দীর্ঘ স্থায়ী স্বস্তি মিলবে না। এই বৃষ্টিতে ক্ষণস্থায়ী স্বস্তি মিলবে এমনটাই মনে করছেন অনেকে।
7/7
বৃষ্টি
photos