Dreams dead persons in Sleep: প্রয়াত প্রিয়জনদের স্বপ্নে দেখেন আপনি! জানের এর অর্থ কী?

Jan 09, 2023, 12:48 PM IST
1/7

স্বপ্নে আনাগোনা

Dreams dead persons in Sleep 1

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাছের মানুষ, যাঁরা প্রয়াত। তাঁদের কি নিত্য আনাগোনা ঘুমের মধ্যে আপনার স্বপ্নে? জানেন এর অর্থ কী? কেন হয় এরকম? বিশেষজ্ঞরা দিচ্ছেন তার উত্তর।

2/7

স্বপ্ন আসলে কী

Dreams dead persons in Sleep 2

বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্ন হচ্ছে আসলে আসলে একটা বিচরণে মত। কাউকে হারানো-ই হোক বা কোনও পরিবর্তন, জীবনের বিভিন্ন মুহূর্তে ভীষণ ব্যক্তিগত বিচরণের জায়গা হচ্ছে স্বপ্ন।

3/7

কখন মানুষ স্বপ্ন দেখে

Dreams dead persons in Sleep 3

জীবনে যখন কোনও বড় পরিবর্তন ঘটে, যেমন নতুন কোনও কেরিয়ার শুরু করা বা অন্যত্র চলে যাওয়া অথবা নতুন বন্ধু বানানো, তখনই যেন ঘুমের মধ্যে স্বপ্নের আনাগোনা বাড়ে।

4/7

স্বপ্ন কী বলে দেয়

Dreams dead persons in Sleep 4

আর সেই স্বপ্নে আসেন আমাদের ছেড়ে চলে যাওয়া মানুষরা। আসলে জীবনের ওই মুহূর্তের সন্ধিক্ষণে দাঁড়িয়ে তাঁরা যেন আমাদের বলে যান, ওই পরিবর্তন আমাদের জীবনে কী কী বদল ঘটিয়েছে বা ঘটাতে চলেছে।  

5/7

৪ রকম স্বপ্ন

Dreams dead persons in Sleep 5

প্রসঙ্গত, স্বপ্নের ব্যাখ্যা করা মানে স্বপ্নকে ডিকোডিং করা। এটা আমাদের চেতনার প্রসার ঘটায়। বিশেষজ্ঞরা বলছেন, স্বপ্ন ৪ রকমের হয়।  

6/7

স্বপ্নের ব্যাখ্যা

Dreams dead persons in Sleep 6

যে মানুষগুলো আমাদের ছেড়ে পরলোকে পাড়ি দিচ্ছে, তাঁদেরকে হারানোর কষ্ট- দুঃখের থেকেই আমরা তাঁদের স্বপ্নে দেখি। 

7/7

স্বপ্নের তাৎপর্য

Dreams dead persons in Sleep 7

অনেকসময় জীবিতকালে তাঁদের সঙ্গে সদ্ভাব বা শান্তি বজায় রাখতে না পারার অপরাধবোধ থেকেও আমরা তাঁদের স্বপ্নে দেখি।