WB Assembly election 2021: 'ওঁর দেশভক্তি দেখে মন ভাল হল' মিঠুনের সঙ্গে সাক্ষাতের পর টুইট আপ্লুত কৈলাসের

Mar 07, 2021, 10:32 AM IST
1/5

কাল থেকেই শিরোনামে উঠে এসেছিল খবর। সেই  মোদীর ব্রিগেডে মহাগুরু। রাতে শহরে আসার পরই মিঠুনের সঙ্গে সাক্ষাত্‍ কৈলাসের। ওঁর দেশভক্তি, গরিবের প্রতি ভালবাসা দেখে মন ভাল হল। ছবি পোস্ট করে টুইট করেছেন বিজয়বর্গীয়। 

2/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় উপস্থিত থাকতে পারেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রধানমন্ত্রীর ব্রিগেডের জনসভায় বাংলার অন্যতম আইকনের হাজিরা নিয়ে যখন জোর চর্চা, সেই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছেন মিঠুন চক্রবর্তী। তখনই জানা যায়, শনিবার রাতে শহরে আসছেন মিঠুন চক্রবর্তী। 

3/5

বাংলায় একুশের ভোটের আগে বঙ্গ রাজনীতিতে মিঠুন হাওয়া। বাঙালির অন্যতম বড় আইকন বিজেপিতে যোগ দিতে পারেন বলে জল্পনা ছিলই। সেই সত্তরের দশক থেকেই বাঙালি আইকনের রাজনৈতিক সত্ত্বা ঘিরে নানা জল্পনা।  

4/5

সত্তরের দশকে নকশাল আন্দোলনে জড়িত ছিলেন মিঠুন, মুম্বইতে বালাসাহেব ঠাকরের ঘনিষ্ঠ বৃত্তে দেখা যেত। শিবসেনার সভায় বালাসাহেবকে পায়ে হাত দিয়ে প্রণাম। তত্‍কালিন বাম সরকারের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল মিঠুনের। জ্যোতি বসুকে ‘আঙ্কেল’ ডাকতেন তিনি। তৃণমূল জমানায় মমতার আস্থাভাজন হয়ে ওঠেন মিঠুন। তৃণমূল তাঁকে রাজ্যসভায় মনোনয়ন দেয়। চিটফান্ড ইস্যুতে নাম জড়ানোয় রাজ্যসভার পদ ছাড়েন মিঠুন।   

5/5

২০২১-এ ফেব্রুয়ারিতে সুপারস্টার মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বাড়িতে RSS প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। তখনই দু’জনের সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলের অন্দরে শুরু হয় জোর শোরগোল। তবে কি আজই জল্পনার অবসান? মোদীর সভা থেকেই BJPতে যোগ দেবেন মহাগুরু? যদিও সেই জল্পনা এখনও জিইয়ে রেখেছে গেরুয়া শিবির