৩টি গৃহঋণ রয়েছে, ৫টি বাড়ি ও একাধিক গাড়ির মালিক Babul Supriyo

Apr 08, 2021, 19:02 PM IST
1/12

গায়ক হিসাবেই পরিচিতি লাভ করেছিলেন। একসময় বলিউডের বহু ছবিতে গান গেয়েছেন। পরবর্তীকালে বিজেপিতে যোগ দেন। ভোটে জিতে আসানসোলের সাংসদ হয়েছেন। পরে বিজেপি সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন।  ২০২১এ টালিগঞ্জ বিধানসভা থেকে ভোটে লড়ছেন বাবুল সুপ্রিয়। 

2/12

মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে নিয়ম মেনে হলফনামায় সম্পত্তির পরিমাণ দাখিল করেছেন বাবুল সুপ্রিয়। ২০১৮-১৯ অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল ১১ লক্ষ ৯২ হাজার ১৮০ টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে তাঁর উপার্জন ১৩ লক্ষ ৩২ হাজার ৯৪০ টাকা। 

3/12

বাবুলের স্ত্রী রচনা শর্মা সুপ্রিয় একসময় বিমানসেবিকা ছিলেন। তাঁর দুই মেয়ে শর্মিলি এবং নয়না তাঁর উপর নির্ভরশীল বলে হলফনামায় জানিয়েছেন গায়ক তথা বিজেপি প্রার্থী বাবুল।

4/12

হলফনামায় বাবুল সুপ্রিয় জানিয়েছেন, তাঁর হাতে রয়েছে এখন নগদ ৫১ হাজার টাকা। স্ত্রী রচনার হাতে রয়েছে নগদ ৩৭ হাজার টাকা। বাবুলের বড় মেয়ে শর্মিলীর হাতেও ১৪ হাজার টাকা আছে। 

5/12

বাবুলের নামে ৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে যথাক্রমে ১৩ হাজার ২৪১ টাকা, ২ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকা, ৭ হাজার ১৫৯ টাকা এবং ৩৫ হাজার ৭৬৮ টাকা।

6/12

বাবুল জানিয়েছেন, ১টি SBI  এবং ২টি Axis ব্যাঙ্কের অ্যাকাউন্টে  তাঁর নামে ২ লক্ষ ১৩ হাজার ৭৪০ টাকা, ২ লক্ষ ৩০ হাজার ১০১ টাকা এবং  ২ লক্ষ ১৫ হাজার ৬৬৮ টাকার ৩টি ফিক্সড ডিপোজিট রয়েছে।

7/12

মিউচুয়াল ফান্ড এবং শেয়ার বাজারেও বিনিয়োগ করেছেন বাবুল। ৩টি মিউচুয়াল ফান্ডে তাঁর বিনিয়োগ যথাক্রমে ৯৮ হাজার ৭৩৯ টাকা, ২২ হাজার ৬৬৬ টাকা, ১ লক্ষ ৬ হাজার ৭২৬ টাকা, ১ লক্ষ ৮ হাজার ৯৭৯ টাকা এবং ৩ লক্ষ ১৪ হাজার ৬৭৬ টাকা। এছাড়া পিপিএফ অ্যাকাউন্টে রয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৪৭৪ টাকা। একাধিক জীবনবিমায় বেশ কয়েক লক্ষ টাকা বিনিয়োগ রয়েছে তাঁর।

8/12

 হাওড়ায় ২টি, আসানসোলে ১টি এবং মুম্বইয়ের লোখণ্ডওয়ালায় ১টি ফ্ল্যাট রয়েছে বাবুলের। হাওড়ার ফ্ল্যাটটি বাবুল এবং তাঁর স্ত্রী রচনার যৌথ মালিকানায় রয়েছে। মুকুন্দপুরে তাঁর স্ত্রী রচনার আরও একটি ফ্ল্যাট আছে। তবে সেটিতে স্ত্রীর সঙ্গে যৌথভাবে শাশুড়ি শুভার নামও রয়েছে।

9/12

  বাবুল হলফনামায় জানিয়েছেন, ২০১৭ সালে উত্তরাখণ্ডে  ২৭০০ স্কোয়ারফিটের একটি জমি কিনেছিলেন তিনি।   জমিটির বর্তমান বাজারমূল্য ১৯ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।

10/12

বাবুল হলফনামায় জানিয়েছেন তাঁর ৪টি গাড়ি রয়েছে। সেগুলির মধ্যে রয়েছে অডি কিউ ফাইভ ( ৫০ লক্ষ ৬৯ হাজার ৩২১ টাকায় কিনেছিলেন), শেভ্রোলে বিট, ( কিনেছিলেন ৪ লক্ষ ৯৬ হাজার ২৭৮ টাকায়), হুন্ডাই আই ২০ (কিনেছিলেন ১০ লক্ষ ৭৭ হাজার ৫ টাকায়)। তাঁর একটি রয়্যাল এনফিল্ড থান্ডারবার্ড মোটরবাইকও রয়েছে। য়ার দাম ১ লক্ষ ৫৭ হাজার টাকা। 

11/12

  বাবুলের কাছে রয়েছে ২০০ গ্রাম সোনার গয়না। যার দাম ৮ লক্ষ ৯০ হাজার টাকা। তাঁর স্ত্রী কাছে রয়েছে ৩০০ গ্রাম সোনার গয়না। যার দাম ১৩ লক্ষ টাকা।  

12/12

ICICI ব্যাঙ্কে বাবুলের নামে ৩টি গৃহঋণ চলছে। যেগুলির পরিমাণ যথাক্রমে ৫৫ লক্ষ ৭৪ হাজার ১০০ টাকা, ২৮ লক্ষ ৯০ হাজার ১৪৯ টাকা, এবং ২ লক্ষ ১৬ হাজার ৮৩৯ টাকা।