আইনি বিয়ের পর নীলাঞ্জনকে উষ্ণ আদর, ভাইরাল ইমনের ছবি

Feb 01, 2021, 16:30 PM IST
1/6

৩১ জানুয়ারি আইনি বিয়ে সারেন ইমন চক্রবর্তী, নীলাঞ্জন ঘোষ। খাতায়, কলমে বিয়ে সারার পর হাসি মুখে পেজ দিতে দেখা যায় ইমন চক্রবর্তীকে। নীলাঞ্জনকে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার পর তাঁকে উষ্ণ আদরে ভরিয়ে দেন ইমন চক্রবর্তী

2/6

হালকা কমলা রঙের শাড়ি পরে আইনি বিয়ে সারেন ইমন চক্রবর্তী। আইনি বিয়ে সারার পর সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পরপর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন ইমন চক্রবর্তী 

3/6

বিয়ের একদিন আগে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ইমন যে ছবি শেয়ার করেন, সেখানে কোথাও নীলাঞ্জনের সঙ্গে তাঁকে হাসি মুখে গল্প করতে দেখা যায়, আবার কখনও প্রিয় মানুষকে জড়িয়ে ধরতে দেখা যায় তাঁকে 

4/6

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যখন ইমন ছবি শেয়ার করেন, সেখানে 'মুহূর্তগুলো' বলে ক্যাপশন যোগ করেন জনপ্রিয় গায়িকা 

5/6

২ ফেব্রুয়ারি নীলাঞ্জন ঘোষের সঙ্গে সামাজিকভাবে সাতপাকে বাঁধা পড়বেন ইমন চক্রবর্তী। বালিতে বসবে ইমন-নীলাঞ্জনের বিয়ের আসর। সামাজিক বিয়ের আগে আইনি বিয়ে সেরে ফেলেন টলিউডের এই জনপ্রিয় জুটি 

6/6

এদিকে করোনার জেরে ইমন চক্রবর্তী এবং নীলঞ্জন ঘোষের বিয়ের উপর কোনও প্রভাব পড়ছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সামাজিকভবে বিয়ের সময় যত এগিয়ে আসছে, ইমনের অনুরাগীদের মধ্যে তাঁকে নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছে