C V Ananda Bose: রাজ্যপালের মূর্তি বসল রাজভবনে, নিজেই উন্মোচন করলেন সিভি আনন্দ বোস

Nov 23, 2024, 22:10 PM IST
1/5

রাজভবনে বসল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মূর্তি। দুবছর আগে এই দিনেই রাজ্যপালের দায়িত্ব নিয়েছিলেন আনন্দ বোস।

2/5

রাজভবনে চারাগাছ রোপনের মধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মূর্তির উন্মোচন করে রাজ্যপালই। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

3/5

রাজভবন সূত্রে খবর, শিল্পী পার্থ সাহা এক সপ্তাহ ধরে এই মূর্তি তৈরি করেছেন। মূর্তি তৈরিতে মূলত ফাইবার ব্যবহার করা হয়েছে। সবচেয়ে বড় কথা হল, রাজ্যপাল সিভি আনন্দ বোসকে না দেখে মূর্তিটি তৈরি করেছেন তিনি। ছবি দেখে মূর্তিটি তৈরি করেছেন ভারতীয় জাদুঘরের শিল্পী পার্থ।  

4/5

এদিকে কেই জীবিত থাকাকালীন কীভাবে তাঁর মূর্তি বসে! এনিয়ে শুরু হয়েছে বিতর্ক। এনিয়ে এক্স হ্যান্ডেলে একটি শিক্ষামন্ত্রী লিখেছেন, এ তো পুরো জটায়ু!! "রাজভবনে ম্যাকমোহন। এ তো পুরো জটায়ু!! "রাজভবনে ম্যাকমোহন" https://t.co/6kuje7gi9A pic.twitter.com/YSSE7d1YmM — Bratya Basu (@basu_bratya) November 23, 2024

5/5

এনিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদমাধ্যমে বলেন, রাজভবনে অপগন্ড বসে রয়েছেন। এটা আমাদের রাজ্যের জন্য খুবই দুর্ভাগ্যজনক।