২৫১ টাকার ডেটা প্যাক আর দ্বিগুণ ডেটা অফার নিয়ে এল Vodafone Idea!

| Jun 01, 2020, 18:47 PM IST
1/5

Vodafone Idea ডেটা প্যাক

Vodafone Idea ডেটা প্যাক

ভারতের সমস্ত সার্কেলের প্রিপেড গ্রাহকদের জন্য নতুন ডেটা প্যাক নিয়ে এল Vodafone Idea।

2/5

Vodafone Idea ডেটা প্যাক

Vodafone Idea ডেটা প্যাক

২৫১ টাকার নতুন এই ডেটা প্যাকে গ্রাহকরা বেস প্ল্যানের উপর অতিরিক্ত ৫০ জিবি ডেটা পাবেন। এই ডেটা প্যাকের ভ্যালিডিটি ৩০ দিন।

3/5

Vodafone Idea ডেটা প্যাক

Vodafone Idea ডেটা প্যাক

এই ২৫১ টাকার নতুন এই ডেটা প্যাক ছাড়াও ৯৮ টাকার প্রিপেড প্ল্যানেও দ্বিগুণ ডেটা দিচ্ছে Vodafone Idea!

4/5

Vodafone Idea ডেটা প্যাক

Vodafone Idea ডেটা প্যাক

৯৮ টাকার এই প্রিপেড ডেটা প্ল্যানে দ্বিগুণ ডেটা ছাড়া কোনও ভয়েস কল বা এসএমএস-এর সুবিধা নেই।

5/5

Vodafone Idea ডেটা প্যাক

Vodafone Idea ডেটা প্যাক

দিল্লি, মুম্বই, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ এবং উত্তর প্রদেশের গ্রাহকরাই আপাতত এই ৯৮ টাকার প্ল্যানে দ্বিগুণ ডেটার সুবিধা পাবেন।