কাজে যোগ দিলেন দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার প্রাঞ্জল পাটিল
Oct 14, 2019, 13:53 PM IST
1/5
S 5
তীব্র মানসিক শক্তিতে ভর করে পাহাড়প্রমাণ বাধা পার করেছিলেন মহারাষ্ট্রের প্রাঞ্জল পাটিল। সোমবার দেশের প্রথম দৃষ্টিহীন মহিলা আইএএস অফিসার হিসেবে কাজে যোগ দিলেন প্রাঞ্জল।
2/5
S 4
সোমবার তিনি কেরলের তিরুবনন্তপুরমের উপ-জেলাশাসকের দায়িত্ব গ্রহণ করে তিনি।
photos
TRENDING NOW
3/5
S 3
২০১৬ সালে ২৬ বছর বয়সে ইউপিএসসি-র পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন প্রাঞ্জল। একটি সফ্যটওয়ারের মাধ্যমে তিনি পড়াশোনা শুরু করে দেন।
4/5
S 2
সর্বভারতীয় স্তরে ৭৭৩ স্থান অধিকার করেন প্রাঞ্জল পাটিল।